ফলোআপ
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় বৃহস্পতিবার আরও ১৭টি লাশ উদ্ধার হয়েছে। কোস্টগার্ড ও পুলিশ লাশগুলো উদ্ধার করে। এই নিয়ে এই দুর্ঘটনায় লাশের সংখ্যা দাঁড়ালো ১২৯।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান জানান, সকালে দুর্ঘটনাকবলিত লঞ্চটির আশপাশেই ১৪ টি লাশ ভেসে উঠে। আর ১টি লাশ লঞ্চের ভিতর থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে ১০ পুরুষ, ২ মহিলা ও ৩ শিশুর লাশ রয়েছে।
অপর ২টি লাশ চাঁদপুরের মতলবের কাছে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬ লাশের পরিচয় পাওয়া গেছে। তবে বাকীদের এখনও পরিচয় পাওয়া যায়নি।
এদিকে আজও স্বজনহারা অনেক মানুষ মেঘনার তীরে ভীর জমাচ্ছে। অনেকে ট্রলার নিয়ে নদীতে নিখোঁজদের খুজে ফিরছে।
জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, নিখোঁজদের উদ্ধারে সব রকম তৎপরতা চলছে।
উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দুর্ঘটনাস্থলেই রয়েছে। রাতে জোয়ারের পানি বৃদ্ধির সময় লঞ্চটি তীরের আরও কাছে নেয়া হয়েছে।
উদ্ধাকারী জাহাজ রুস্তম’র কমান্ডার ফজলুর রহমান জানান, রাতেই দুর্ঘটনা কবলিত লঞ্চটি গজারিয়া থানার ওসি শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাত আড়াইটার দিকে এমভি শরিয়াতপুর-১ কার্গোর ধাক্কায় মেঘনায় ডুবে যায়। লঞ্চটি রাত সাড়ে ৯টায় শরীয়তপুরের নড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply