মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : শুক্রবার বিকালে শীতলক্ষা নদীতে অভিযান চালিয়ে ৭শ’ বস্তা সরকারি গম আটক করেছে কোস্টগার্ড। এই সময় বহনকারী ট্রলারসহ পাঁচ জনকে আটক করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, দেওয়োর হোসেন (৫০), কেরামত আলী(৩৭), মামুন মিয়া (২৪), খোরশেদকে (৩৫) ও ট্রলার চালক নেকবর আলী (৪০) ।
কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার মো. ফেরদৌস আহম্মেদ নিরু জানান, গজারিয়ার রসুলপুর খাদ্য গুদাম থেকে ট্রলারে করে ৭শ’ বস্তা গম নারায়গঞ্জের নিতাইগঞ্জ নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের কোস্টগার্ডের পাগলা স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞেসাবাদের পর তাদের নারায়নগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে বলে কোস্টগার্ড কমান্ডার জানান। বস্তাগুলোতে সরকারী খাদ্য গুদামের সিল ছিল।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply