কাজী দীপু: মুন্সীগঞ্জের গজারিয়ার বক্তারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল ৮টার দিকে জাহাঙ্গির আলাম (৩২) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। জাহাঙ্গির বক্তারকান্দি গ্রামের মেতালেব মিয়ার ছেলে। জাহাঙ্গিরকে প্রথমে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা য়ায়, জাহাঙ্গির চাচার বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার সময় বক্তারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় গেলে হাবিবুল্লাহ নামে এক যুবক অর্তকিত হামলা চালিয়ে ছুরিকাহত করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ওসি।
আহত যুবকের মা মমতাজ বেগম বাদী হয়ে হাবিবুল্লাহসহ ৪ জনকে আসমি করে থানায় মামলা দায়ের করেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply