ওয়ান-ইলেভেনের সেই উপদেষ্টারা এখন

ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সেই উপদেষ্টারা এখন নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছেন। বেশির ভাগই তাদের পেশাগত জীবন নিয়ে ব্যস্ত আর বাকিরা সামাজিক জীবন থেকেও নিজেদের গুটিয়ে রেখেছেন। রাজনৈতিক সব কর্মকাণ্ড তো এড়িয়ে চলেনই এমনকি নিজেদের সামাজিক দাওয়াতেও তারা উপস্থিত হন না। আর সুশীল সমাজের কর্মকাণ্ড এবং বিদেশি সংস্থার উপদেষ্টা হিসেবেও জড়িত আছেন কেউ কেউ।

২০০৭ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি, পরবর্তীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমদকে নতুন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। সেনাসমর্থিত ফখরুদ্দীন আহমদের উপদেষ্টা পরিষদে ছিলেন ব্যারিস্টার মইনুল

হোসেন, সিকিউরিটিজ এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)-এর সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) ও বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) এম এ মতিন, স্কয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, নারী উদ্যোক্তা, ঢাকা ক্লাবের প্রথম মহিলা প্রেসিডেন্ট গীতিআরা সাফিয়া চৌধুরী, আর্মি মেডিকেল কোরের সাবেক অফিসার মেজর জেনারেল (অব.) মতিউর রহমান, সাবেক সচিব আইয়ুব কাদরী, পুলিশের সাবেক আইজি আনোয়ারুল ইকবাল, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী ও পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. চৌধুরী সাজ্জাদুল করিম (সি এস করিম)। এক বছরের মাথায় উপদেষ্টা পরিষদে পরিবর্তন এনে নতুন পাঁচজনকে উপদেষ্টা করা হয়। তারা হলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক সচিব ড. এ এম এম শওকত, মেজর জেনারেল (অব.) গোলাম কাদের, উন্নয়নকর্মী রাশেদা কে চৌধুরী ও পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

ফখরুদ্দীন আহমদ এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় শিক্ষকতা করেই দিন কাটাচ্ছেন। তিনি আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে প্রতি সপ্তাহে দুটি ক্লাস নেন। তবে শিক্ষকতা ছাড়াও একটি আন্তর্জাতিক সংস্থার কয়েকটি প্রকল্পে পরামর্শক হিসেবেও কাজ করছেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। বাড়ি কেনেন মেরিল্যান্ড স্টেটের পটোম্যাকে। সেখানেই বসবাস করছেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়া ছাড়া বাকি সময় তিনি বাসায়ই পড়াশোনা করে কাটান।

গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান হিসেবে রাজনীতিবিদদের বিষয়ে বিভিন্ন অভিযান পরিচালনা করা আলোচিত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন এখন চট্টগ্রামে নিজ বাড়িতে বসবাস করছেন। গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রাম বন্দরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মামলায় তৎকালীন নৌসচিবসহ এম এ মতিনকে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তিনি এর বিরুদ্ধে আপিল করেছেন। এখন সে আপিল বিচারাধীন।

অপর সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করে দৈনিক ইত্তেফাক ছেড়ে দিয়ে নিজের আইন পেশা নিয়ে ব্যস্ত বলে জানিয়েছেন। তবে বাস্তবে উচ্চ আদালতে তাকে খুব একটা দেখা যায় না। কাকরাইলে নিজের চেম্বারে বসে মক্কেলের কোনো মামলায় পরামর্শ দিয়েই সময় কাটান। মাঝে মাঝে বিভিন্ন টেলিভিশনের টক শোয় উপস্থিত হয়ে চলমান রাজনীতির সমালোচনাও করেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যতটা সরব ছিলেন এখন ততটাই নীরব হয়ে গেছেন। গত তিন বছরে কোথাও কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত হননি।

ওয়ান-ইলেভেন সরকারের দুটি বাজেট ঘোষণা করে বেশ আলোচিত হয়েছিলেন তৎকালীন উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। সংসদবিহীন টেলিভিশনে বাজেট ঘোষণা করে ব্যাপক সমালোচনা সহ্য করতে হয় তাকে। মহাজোট সরকার আসার পর কয়েক মাস একেবারেই চুপচাপ কাটালেও এখন বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সামনে উপস্থিত হতে দেখা যায়। জাইকার পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। টেলিভিশনের দু-একটি টক শোয়ও তাকে দেখা যায়। ড. হোসেন জিল্লুর রহমান মহাজোটের তিন বছরে নীরবে নিজের এনজিও পিপিআরসির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার গবেষণা ও খণ্ডকালীন শিক্ষকতা নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কৃষি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ড. সি এস করিম বর্তমানে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অনারারি সেক্রেটারি ছাড়াও আরও কিছু দায়িত্ব পালন করছেন। মেজর জেনারেল (অব.) মতিউর রহমান তার চিকিৎসা পেশা নিয়ে ব্যস্ত আছেন।

ফখরুদ্দীন আহমদের আরেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী কিছু দিন আগে গুলশানে নিজের বাড়িসংক্রান্ত এক ঝামেলায় জড়িয়ে পড়ে আলোচনায় এসেছিলেন। এখন আবার আলোচনার বাইরে চলে গেছেন। নিজের অ্যাডফার্মের ব্যবসা নিয়ে ব্যস্ত বলে জানা গেছে।

খাদ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দেশের অন্যতম বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের মালিক স্যামসং এইচ চৌধুরীর ছেলে তপন চৌধুরী। রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজেই ব্যস্ত সময় কাটান তিনি। এ ছাড়াও বাবা মারা যাওয়ার পর স্কয়ারের বাড়তি দায়িত্বও পালন করতে হচ্ছে তাকে। এর বাইরে কোথাও তাকে দেখা যায় না।

পুলিশের সাবেক আইজি আনোয়ারুল ইকবালকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর আর কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। মাঝে একবার দেশেও এসেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এখন গবেষণা এবং শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শিক্ষার বিস্তারে কাজ করে যাবেন তিনি_ এমনটিই জানিয়েছেন। ছাত্রদের পাঠদান আর গবেষণা নিয়েই সময় কাটে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম তামিমের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক তিনি। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন রাজা দেবাশীষ রায়। তিনি ব্যস্ত আছেন স্থানীয় রাজনীতি নিয়েই।

জুলকার নাইন – বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply