পদ্মা তীরে মহাসমাবেশ শনিবার
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : ‘পদ্মার ভাঙন ঠেকাও, বিক্রমপুর বাঁচাও’ ¯ে¬াগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় হাসাইলে মহামবাবেশ আগামী ৭ এপ্রিল শনিবার। এই মহাসমাবেশের ডাক দিয়েছে পদ্মা ভাঙন রক্ষা কমিটি গঠিত।
কমিটির আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম জানান, পদ্মার ভাঙন থেকে টঙ্গীবাড়ী উপজেলাকে রক্ষায় সর্বস্তরের মানুষের সমাবেশ ঘটবে শনিবার। পদ্মার করাল থাবায় ক্রমেই এই জনপদ ছোট হয়ে আসছে। বিলীন হচ্ছে বহু স্মৃতি বিজরিত কীর্তি। পদ্মার এই থাবা থেকে এই জনপদকে রক্ষায় এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সহ সাংগঠনিক পিয়ার হোসেন সৌরভ জানান, সকাল ১০টায় নদী তীরে সমাবেশ হবে।
এর আগে গত ২৩ মার্চ বিকালে হাসাইল পদ্মা তীরে মনিরুল ইসলাম মন্টু ব্যাপারীর সভাপতিত্বে কামারখারা, দিঘিরপাড়, পাঁচগাঁও ও হাসাইল-বানারী ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে এক সভায় হয়। সভায় লায়ন জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও আনিসুর রহমান সিকদারকে সদস্য সচিব এবং আসাদুজ্জামান এ্যাপোলো, শহীদ হোসেন ঢালী. শামিম মোল্লাকে যুগ্ম আহ্বায়ক ও কামরুজ্জামান রাঢ়ীকে সাংগঠনিক সম্পদক এবং পিয়ার হোসেন সৌরভকে সহ সাংগঠনিক করে ১০১ সদস্য বিশিষ্ট পদ্মা ভাঙন রক্ষা কমিটি গঠন করা হয়।
এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই কমিটির এশটি শক্তিশালী উপদেষ্টা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মো. জামাল হোসেন, সাবেক দু’উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু ও আবু বক্কর মল্লিক, বর্তমান উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ঢাকা জজ কোর্টের সাবে পিপি এ্যাডভোকেট মহসিন মিয়া, মনিরুল ইসলাম মন্টু ব্যাপারী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ শেখ, কামারখারা ইউউপি চেয়ারম্যান জলিল শিকদার, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন ও হাসাইল-বানারী ইউপি চেয়ারম্যান মো. নরুজ্জামানসহ ১৭ জনকে উপদেষ্টা করা হয়েছে। আসন্ন বর্ষার আগেই এই পদ্মার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে এই কমিটি।
Leave a Reply