গজারিয়ায় বিএনপি কর্মীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

কাজী দীপু: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি কর্মী রাসেলকে (৩০) কুপিয়েছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল তার বন্ধুদের নিয়ে সোমবার সন্ধায় গজারিয়া উপজেলার কলসেরকান্দি গ্রাম থেকে নিজ বাড়ি যাচ্ছিলো। এসময় একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত রাসেলের চাচা গজারিয়া বিএনপির সহ-সভাপতি আহসানউল্লাহ বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে তোফাজ্জল নামে এক ব্যক্তি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাসেলের ওপর হামলা চালিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তোফাজ্জলকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার প্রস্তুতি চলছে। আহত রাসেল বাদী হয়ে অভিযোগ দাখিল করবেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কোন অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ দাখিল করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply