মুন্সীগঞ্জে বিএনপিকর্মী নিহত: খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কাজী দিপু: আওয়ামী লীগকর্মীদের হামলায় বিএনপি কর্মী ফারুকের মৃত্যুর ঘটনায় খুনিদের গ্রেফতার দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী গ্রামে ৫ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘খুনিদের গ্রেফতার ও ফাঁসি চাই’ স্লোগান দিয়ে মিছিল করে গ্রামবাসী।

অন্যদিকে, সকাল থেকে বিএনপিকর্মী ফারুকের বাড়িতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। ময়নাতদন্ত শেষে ফারুকের (২৮) লাশ সন্ধ্যা ৭টার দিকে হোসেন্দী গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়।

তার লাশ একনজর দেখার জন্য ফারুকের বাড়িতে শত শত নারী-পুরুষের ভীড় জমে।

সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশকে। সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর সার্কেল) মামুন ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এদিকে, ফারুকের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার স্ত্রী খোরশেদা বেগম (২৩) শোকে পাথর হয়ে গেছেন। তার ৩ বছরের একমাত্র কন্যা সামিয়া নির্বাক চোখে তাকিয়ে দেখছে আপনজনদের কান্নার দৃশ্য।

পিতা বাতেন মিয়া ছেলে ফারুককে হারিয়ে পাগলপ্রায়। তিনি তার ছেলে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানাজা শেষে হোসেন্দী বাজারসংলগ্ন সামজিক কবরস্থানে বিএনপি কর্মী ফারুকের লাশ দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

উল্লেখ্য, গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জমি বেচাকেনা নিয়ে উপজেলা যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মমিরুল হক টিটু গ্রুপের বিরোধ দেখা দেয়। এর জের ধরে টিটু গ্রুপ রোববার রাতে অর্তকিত হামলা চালিয়ে ৮টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গিয়ে বিএনপি কর্মী ফারুক, শহীদজামানসহ বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply