গোসাইবাগ গ্রামে ককটেল বিস্ফোরণ ॥ আহত ১

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার গোসাইবাগ গ্রামের মুন্সীবাড়ীতে ককটেল বানাতে গিয়ে ইমরান (২৪) নামের একজন আহত হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে আহত ইমরানকে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আহত ইমরান গোসাইবাগ গ্রামের রমজান মুন্সীর ছেলে। জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের বাড়ি এ গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নাশকতা করার লক্ষ্যে এখানে সন্ত্রাসীরা ককটেল তৈরী করছিল আর সে সময় ককটেলটি বিস্ফোরণ ঘটে। এতে ইমরান আহত হয়। সোমবার সকালে হরতালের সময় মুক্তারপুরে ককটেল বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ইনচার্জ আবুল বাশার জানান, এ রকম একটি শব্দ পাওয়া গেছে। তবে অনুসন্ধান চলছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply