আবদুল হাই
বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আবদুল হাই বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকার হত্যা-গুমের রাজনীতি শুরু করেছে। ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দিলে দেশের জণগন আন্দোলন করেই বর্তমান সরকারের পতন ঘটাবে। দেশের শান্তিপ্রিয় জণগন এখন দুর্বিসহ জীবন যাপন করছে। ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় দলীয় পার্টি অফিসের নিচে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির ভাষণদানকালে তিনি এসব কথা বলেন। এর আগে এ বিক্ষোভ সমাবেশ জন সমুদ্রে পরিণত হয়। শহর, মুক্তারপুর, চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এ বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ সময় অন্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, যুগ্ন-সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, টঙ্গীবাড়ির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, গজারিয়ার সাধারণ সম্পাদক সিদ্দিক উল্লাহ ফরিদ, শ্রীনগর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল আজিম স্বপন, ওলামা দলের আহবায়ক মনির হোসেন তালুকদার, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পাপিয়া ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম প্রমুখ। পরে জেলা বিএনপি’র সভাপতি আবদুল হাইয়ের নেতৃত্বে এক বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে ।
বাংলা ২৪ বিডি নিউজ
============
মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ, পুলিশের বাধা
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপি মুন্সীগঞ্জ শহরে জেলা বিএনপি কার্যালয়ের সমানে প্রতিবাদ সমাবেশ করেছে। এতে প্রধান অতিথির ভাষণ দেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এমপি। শহর বিএনপির সভাপতি পৌর মেয়র একেএম ইরাদত মানুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক, যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দোলোয়ার হোসেন, ও মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন আহম্মেদ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল শহরের পুরনো বাসন্ট্যান্ড ঘুরে পুনরায় বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। এর আগে মিছিলটি শহরের দক্ষিণাংশে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এব্যাপারে সদর থানার ওসি আবুল বাশার জানান, কোন বাধা দেয়া হয়নি, যা করা হয়েছে নিরাপত্তার জন্যই। এছাড়াও সমাবেশস্থলে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply