মুন্সীগঞ্জের রাজপথ আ’লীগের, বিএনপি কার্যালয়ে তালা!

কাজী দীপু: বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকাল থেকেই আওয়ামী লীগের দখলে রয়েছে মুন্সীগঞ্জের রাজপথ। একইসঙ্গে জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আওয়ামী লীগকর্মীরা। অবশ্য পরে দায়িত্বরত পুলিশ তালা ভেঙে কার্যালয় খুলে দেয়। অন্যদিকে, হরতালের বিপেক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় মিছিল হলেও রাজপথে নেই বিএনপি নেতাকর্মীরা।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপিসহ হরতাল ডাকা অন্য দলগুলোর কোনো নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি রাস্তায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান, সকাল থেকেই রাজপথ দখলে নেন আওয়ামী লীগকর্মীরা। তারা দফায় দফায় হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা শহরের থানারপুলে জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

পরে পুলিশ ঝুলিয়ে দেওয়া তালা ভেঙে পরিস্থিতি স্বাভাবিক করলেও কোনো বিএনপি নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে আসতে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মারমুখি অবস্থানের কারণে আতঙ্কে কোনো বিএনপিকর্মী রাস্তায় নামেননি।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে দায়িত্বরত পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।

আওয়ামী লীগ সূত্র জানায়, রোববার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের কোটগাঁওয়ের বাসায় বৈঠক শেষে সোমবার মুন্সীগঞ্জ শহরের রাস্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয় অবস্থান নেওয়াও সিদ্ধান্ত হয়।

অন্যদিকে, বিএনপি নেতাকর্মীরা রাস্তায় না থাকলেও শহরের উত্তরাংশে দোকানপাট বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকলেও রিকশা, স্কুটার ও অটোবাইক চলাচল করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, ‘জেলা বিএনপির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হলেও পরে তা খুলে দেওয়া হয়েছে।’

এছাড়া রোববার হরতাল চলাকালে পিকেটিং করার অভিযোগে দিনগত রাত দেড়টার দিকে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
================

মুন্সীগঞ্জ বিএনপি অফিসে তালা

হরতার বিরোধী আওয়ামীলীগ শহরে বিএনপির অফিসে তালা ঝুলিয়ে দেয়। দু’ঘন্টা তালাবদ্ধ করে রাখে হরতাল বিরোধী বিক্ষোভকারীরা। আজ সোমবার সকাল ৭ টার দিকে থানারপুলের পার্টি অফিসের প্রধান ফটকে স্থানীয় আওয়ামীলীগ এ ঘটনা ঘটায় বলে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এলজিআরডি উপমন্ত্রী আবদুল হাই জানিয়েছেন। প্রায় দুই ঘন্টা তালাবদ্ধ থাকে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়টি। পরে সকাল ৯টার দিকে পুলিশ মিস্ত্রি এনে তালা ভেঙ্গে পার্টি অফিস খুলে দেয়। এরপর দলীয় নেতাকর্মীরা পার্টি অফিসে প্রবেশ করেন। এদিকে-শহরের উত্তরাংশে ও শহর উপকণ্ঠের মুক্তারপুর শিল্পাঞ্চল এলাকার দোকান পাট বন্ধ ছিল। সেখানে জেলা বিএনপি’র সভাপতি আবদুল হাই ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে কয়েক দফা মিছিল হয়। সকালে স্থানীয় আওয়ামীলীগ শহরে কয়েক দফা হরতাল বিরোধী মিছিল বের করে। হরতালে শহরে বিএনপিকে কোন মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি। পার্টি অফিসে অলস সময় কাটাতে দেখা যায় কযেকজন নেতাকর্মীকে। ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি।রিকশা, অটো-রিকশা ও সিএনজি চলাচল করতে দেখা গেছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply