গজারিয়ায় তরুণ ও তরুণীকে ৩ মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে এক তরুণ ও এক তরুণীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালদের বিচারক মো. আসাদুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তরুণ জব্বার মিয়া (২৪) গজারিয়া উপজেলা জামালদী গ্রামের মো. শাগজাহানের ছেলে ও তরুণী (২০) একই উপজেলার বালুয়াকান্দি গ্রামের বলে জানা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ভবেরচর হাসপাতালসংলগ্ন জনৈক গাফ্ফার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই তরুণ-তরুণীকে আটক করে।

তিনি আরও জানান, খরব পেয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে আটকদের ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply