মিলনের উপন্যাস থেকে ধারাবাহিক ‘নূরজাহান’

কথাশিল্পী ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নূরজাহান’ অবলম্বনে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘নূরজাহান’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন জামাল রেজা, ফারজানা আফরিন রূপা, মৃত্তিকা গুণ এবং ইফতেখারুল চিশতী। পরিচালনা করেছেন রায়হান খান, অরুণ চৌধুরী, তাহের শিপন, ওয়াহিদ আনাম, এ কে আযাদ এবং ইসমাত আরা ইতি।

ধারাবাহিকটিতে নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন পুনম হাসান জুঁই। এতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, মাসুম আজিজ, সোহেল খান, শিরিন বকুল, শিরিন আলম, শাহেদ শরীফ খান, অশোক ব্যাপারী, নাজনীন হাসান চুমকী, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, নোভা ফিরোজ, মৌসুমী প্রমুখ।

মিলন জানিয়েছেন, ‘বাংলাদেশ এক সময় উত্তপ্ত হয়েছিল নূরজাহানের ঘটনায়। মৌলভীবাজারের ছাতকছড়ায় দ্বিতীয় বিয়ের অপরাধে গ্রাম্য মসজিদের ইমাম মান্নান মাওলানা ফতোয়া জারি করে, নূরজাহানকে বুক অবধি মাটিতে পুঁতে তার উপর ১০১টি পাথর ছুঁড়ে মারা হবে। করলোও তাই। সেই অপমানে আত্মহত্যা করে নূরজাহান। ঘটনাটি ব্যাপক আলোড়ন তুললো। সেই ঘটনা মাথায় রেখে বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে নিয়ে এলাম নূরজাহানকে।’

ধারাবাহিকটির সূচনা সঙ্গীত করেছেন শহিদুল্লাহ ফরায়েজী। সুর ও সঙ্গীত সোহেল নিজামী এবং কণ্ঠ দিয়েছেন মাসুম আজিজ, চিত্রগ্রহণ রায়হান খান ও সম্পাদনা এম. এইচ. সোহেল।

নাটকটি ৫ মে থেকে প্রতি শনি ও রবিবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Leave a Reply