কাজী দীপু: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃহস্পতিবার ট্রাকচাপায় মিতু আক্তার (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। মিতু চাদঁপুর জেলার উত্তর মতলব উপজেলার কালিপুর গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। সে ইডেন কলেজের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কলেজ ছুটি শেষে মিতু নিজ বাড়িতে যাওয়ার জন্য বাসযোগে মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ডে আসছিল।
এ সময় রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি পেয়াঁজবাহী ট্রাক মিতুকে চাপা দেয়।
পরে স্থানীয়রা প্রথমে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় চালক আলমগীর হোসেনসহ ঘাতক মালবাহী ট্রাকটিকে আটক করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
=====================
মুন্সীগঞ্জে ট্রাক চাপায় ইডেন কলেজ ছাত্রী নিহত
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় পেঁয়াজবোঝাই ট্রাক চাপায় ঢাকার ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন।নিহত ছাত্রীর নাম মিতু আক্তার।তিনি ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী । নিহত এ কলেজ ছাত্রী চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার কালীপুরা গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে ।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ভবেরচর বাস ষ্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তাকে সংকটজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মিতু মারা যায় । পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক আলমগীর হোসেনকে আটক করেছে।
নিহতের খালাতো ভাই ওবায়দুর সরকার জানান, মিতু সকালে ক্লাস করার জন্য ইডেন কলেজে যায়। ছুটি শেষে দুপুরের দিকে ঢাকা থেকে বাসযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল সাড়ে ৩ টার দিকে বাসযোগে সে জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বাস ষ্ট্যান্ড এসে নামে। এ সময় উত্তর মতলবে আসার উদ্দেশ্যে অপর বাসের সন্ধানে মহাসড়ক পারাপার হতে গেলে বেপরোয়া গতির একটি পেঁয়াজবোঝাই ট্রাক তাকে চাঁপা দেয়। তাৎক্ষনিক তাকে গজারিয়ার ভবেরচর স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তাকে সেখানে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৬ টার দিকে এ কলেজ ছাত্রী মৃত্যু কোলে ঢলে পড়েন।
এদিকে, কলেজ ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যা নাগাদ নিহতের স্বজনরা গজারিয়ায় ছুটে আসেন।
নিহত কলেজ ছাত্রীর লাশ ঢামেক হাসপাতাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হচ্ছে বলে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো জানান, হাইওয়ে পুলিশের কাছ থেকে স্বজনরা লাশ বুঝে নিবেন।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply