মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শক (স্যানেটারি ইন্সপেক্টর) রিয়াজুল ভুঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। লাইসেন্সের কথা বলে বিভিন্ন ওষুধের দোকানে তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এমনকি ওষুধ ব্যবসায়ীদের তার বাড়িতে ডেকে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় দুই ওষুধ ব্যবসায়ী এমন অভিযোগ করেন।
মিরকাদিম পৌরসভার গোয়ালঘুর্ণির পল্লী চিকিৎসক মাসুদ রানা জানান, তার একটি ওষুধের দোকান রয়েছে। জেলা স্যানেটারি ইন্সপেক্টর বুধবার রাতে তার দোকানে গিয়ে কাগজপত্র দেখে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করতে বলেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার কার্যালয়ে যাওয়ার পর পরামর্শ অনুযায়ী ওইদিন রাতে তার বাড়িতে গেলে ড্রাগ লাইসেন্স করে দেওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দাবি করেন।
অপর ব্যবসায়ী তারা মিয়া জানান, তিনি মুন্সীরহাটে তারা ফার্মেসি নামে একটি ওষুধের দোকান চালু করবেন। এ জন্য লাইসেন্স করতে তার কাছে ১৫ হাজার টাকা দাবি করেছেন রিয়াজুল ভুঁইয়া।
সিভিল সার্জন বন দ্বীপ লাল দাস বলেন, স্যানেটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ জানালে তদন্ত করা হবে।
এ ব্যাপারে অভিযুক্ত রিয়াজুল ভূঁইয়া বলেন, তিনি লাইসেন্স করার তাগাদা দিয়েছেন। কারও কাছ থেকে টাকা দাবি করা হয়নি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply