মেঘনায় অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব

মোজাম্মেল হোসেন সজল: হাইকোর্টে রিট পিটিশন দায়ের সত্বেও মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল ও চাঁদপুরের উত্তর মতলবে মেঘনাবে অবৈধ বালু উত্তোলনে থেমে নেই বালু খেকো সিন্ডিকেট। প্রতিদিন মেঘনায় অবৈধ এ বালু উত্তোলনের মহা উৎসব চলছে। দিন-রাত দেশীয় তৈরী বেশ কয়েকটি ড্রেজারের মাধ্যমে কয়েক হাজার খেকে লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। জেলা সদরের চরাঞ্চল চরআব্দুল্লাহ, জাজিরা, সৈয়দপুর ও বকচর ও পার্শ্ববর্তী চাঁদপুরের উত্তর মতলব উপজেলার রামগোপালপুর গ্রামস্থ মেঘনার মাঝামাঝি স্থানে দিনের আলোয় অবৈধ এ বালু উত্তোলন করা হচ্ছে। বালুর মজুদ বাড়াতে রাতের আঁধারে ড্রেজারের পাইপ লাগানো হয় জেলা সদরের ওই ৪ গ্রামের নদীর পাড় ঘেষে। এভাবে বালু উত্তোলনে উন্মুখ হয়ে উঠেছে বালু খেকো ওই শক্তিশালী সিন্ডিকেট। এদিকে, অবৈধ বালু উত্তোলনের কারনে জেলা সদরের আধারা ইউনিয়নের ৪ গ্রামের বাসিন্দার মাঝে নদীর ভাঙ্গন আতংক বিরাজ করছে। গ্রামবাসী রাতের বালু উত্তোলন ঠেকাতে রাত জেগে পাহারা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন।

রোববার বেলা ১১ টার দিকে সরেজমিনে গিয়ে মুন্সীগঞ্জ সদর ও চাঁদপুরের উত্তর মতলবের মেঘনাবে অবৈধ বালু উত্তোলনের এ চিত্র চোখে পড়ে। ড্রেজারে বালু উত্তোলন ও একই সঙ্গে ভলগেটে সেই বালু মজুদ করার ছবি ক্যামেরাবন্দি করতে গেলে দ্রুত ড্রেজার-ভলগেট সরিয়ে নিতে থাকে বালু খেকো সিন্ডিকেটের নিযুক্ত শ্রমিক-কর্মচারীরা। দুর থেকেই ট্রলার যোগে মিডিয়া কর্মীদের ঘটনাস্থলে ছুটে যাওয়ার দৃশ্য দেখা মাত্রই বেশ কয়েকটি ভলগেট আধাআধি বালু বোঝাই অবস্থায় কেটে পড়ে। ড্রেজারের মেশিন বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকেন শ্রমিকরা। এ সময় বালু উত্তোলনকৃত ড্রেজার মালিক-শ্রমিকদের কাছে বালু উত্তোলনের অনুমতি সম্পর্কে জানতে চাইলে তারা বৈধ কোন কাগজ দেখাতে পারেননি। কার নির্দেশে বালু উত্তোলন করা হচ্ছে- এমন প্রশ্নের জবাব পাওয়া যায়নি। তবে, মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের গ্রামগুলোর বাসিন্দারা জানিয়েছেন- চাঁদপুরের উত্তর মতলব উপজেলার মোহনপুর এলাকার শামসুল চৌধুরী হক নামের এক প্রভাবশালী ব্যক্তি অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের মূল হোতা। তিনি সম্প্রতি প্রশাসনের বালু মহাল ইজারা দেওয়া বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। সেই রিটের প্রেেিত হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চের নির্দেশে মেঘনার বালু মহালের ইজারা বন্ধ থাকার সুযোগে রিট পিটিশন দায়েরকারী শামসুল হক চৌধুরীর লোকজন গেলো ১৫ দিন যাবত কখনো মাঝ নদী আবার কখনো গ্রামঘেষে যত্রতত্র বালু উত্তোলন করে চলেছে। তার নির্দেশেই মেঘনায় দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে বলে গ্রামবাসীর দাবী। এ প্রসঙ্গে রোববার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: আজিজুল আলমের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। তিনি তার মোবাইল ফোনে কল গ্রহন করেননি।

গ্রামবাসীর রাত জেগে পাহারা-
এদিকে, চরআব্দুল্লাহ গ্রামের প্রাইমারী স্কুলের শিক বাবু মাষ্টার জানান, রাতের আঁধারে গ্রাম ঘেষে ড্রেজারের পাইপ বসিয়ে বালু উত্তোলন করায় মেঘনা পাড়ের গ্রামবাসীর মধ্যে ভাঙ্গন আতংক দেখা দিয়েছে। জেলা সদরের চরআব্দুল্লাহ, জাজিরা, বকচর ও সৈয়দপুর গ্রামের নদী পাড়ের বাসিন্দাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। পাড় ঘেষে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। প্রত্যেক গ্রামের ১০ জন করে লোক নিয়ে কয়েকটি গ্র“পে বিভক্ত হয়ে প্রতি রাতেই ওই গ্রামের মেঘনা পাড়ে এ পাহারা বসানো হয়েছে। রাত ১০ টা থেকে পরদিন ভোর পর্যন্ত এ পাহারা দেওয়া হয়। মেঘনা পাড়ে প্রতি রাতে গ্রামবাসীর পাহারার ফাঁকেও ড্রেজার-ভলগেট মাঝেমধ্যেই গ্রামের কাছে চলে আসে। এ সময় গ্রামবাসী লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply