শ্রীনগরে ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী কালা ফারুকের সহযোগী কানা লিটন গ্রেফতার

মোজাম্মেল হোসেন সজল: ক্রসফায়ারে নিহত দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী কালা ফারুকের সহযোগী ও আলোচিত জোড়া খুনের মামলার প্রধান আসামী লিটন মিয়া ওরফে কানা লিটনকে (৪০) বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেছে। হরতাল চলাকালে সকাল ১০ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগর-বাড়ৈখালী সড়কে পিকেটিংয়ের অভিযোগে র‌্যাব-১১ তাকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, শ্রীনগর-বাড়ৈখালী সড়কে বিএনপি ডাকা হরতালে পিকেটিং করলে তাকে গ্রেফতার করেন তারা।

তাকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল র‌্যাব-১১ ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেলে তাকে শ্রীনগর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় শ্রীনগর থানা হেফাজতে থাকা পুলিশ কানা লিটনকে ছাড়িয়ে নিতে স্থানীয় প্রভাবশালী মহল জোর তদবির চালাচ্ছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীও বলে র‌্যাব জানিয়েছে। পুলিশ জানায়, জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় ২০০০ সালে ঠিকাদার সিরাজুল হক ও তার সঙ্গী অপর ঠিকাদারকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত ওই জোড়া খুনের ঘটনায় গ্রেফতারকৃত কানা লিটন প্রধান আসামী। এছাড়াও তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে শ্রীনগর থানায়। সে বাড়ৈখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে। মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান উপজেলা, পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিভিন্ন এলাকায় কালা ফারুকের সহযোগী হিসেবে দাবিয়ে বেড়াতো এই কানা লিটন।

বাংলা ২৪ বিডি নিউজ

=======================

শ্রীনগরে জোড়া খুন মামলার আসামি কানা লিটন গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানের আলোচিত জোড়া খুন মামলার প্রধান আসামি লিটন মিয়া ওরফে কানা লিটনকে (৪০) বৃহস্পতিবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে আটক করেছে র‌্যাব। লিটন বাড়ৈখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে। হরতাল চলাকালে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীনগর-বাড়ৈখালী সড়কে পিকেটিং করার সময় র‌্যাব-১১ তাকে আটক করে।

র‌্যাব জানায়, শ্রীনগর-বাড়ৈখালী সড়কে বিএনপি ডাকা হরতালে পিকেটিং করলে তাকে আটক করা হয়। পরে তাকে ভাগ্যকুল র‌্যাব-১১ ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সন্ধ্যায় তাকে শ্রীনগর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকায় ২০০০ সালে ঠিকাদার সিরাজুল হক ও তার সঙ্গী অপর ঠিকাদারকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত ওই জোড়া খুনের ঘটনায় কানা লিটন প্রধান আসামি।

তবে এ মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে শ্রীনগর থানায়।

উল্লেখ্য, মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান উপজেলা, পাশের ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিভিন্ন এলাকায় ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী কালা ফারুকের সহযোগী হিসেবে দাবিয়ে বেড়াতেন এই কানা লিটন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply