বিসিসিআইজে নির্বাচন : প্রবাসী ব্যবসায়ীদের প্রত্যাশা ও আশঙ্কা

রাহমান মনি
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ইন জাপান বা সংক্ষেপে বিসিসিআইজে (BCCIJ)-এর নতুন এবং প্রথম কার্যনির্বাহী পরিষদের জন্য নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে। আগামী ২৮ জুন এই নির্বাচন হওয়ার কথা। বর্তমান স্টিয়ারিং কমিটির কনভেনার জিয়াউল ইসলাম স্বাক্ষরিত নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, আগামী ২৮ জুন টোকিওর মিনাতো-কুতে গ্রান্ডপার্ক তামাচি হাইটস-এ এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগে একাধিকবার উদ্যোগ নিলেও দূতাবাসের অসহযোগিতা, কূচক্রীদের ষড়যন্ত্রে এই নির্বাচন করা সম্ভব হয়ে উঠেনি। সর্বশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর নির্ধারিত স্টিয়ারিং কমিটির কনভেনার জিয়াউল ইসলামকে একটি চিঠি দেন। গত বছরের ১৬ আগস্ট তারিখে স্বাক্ষরিত চিঠিতে তিনি জানান নতুন রাষ্ট্রদূত আসার পরই নির্বাচন আয়োজন বুদ্ধিমানের কাজ হবে। গঠনতন্ত্র অনুযায়ী কমার্শিয়াল কাউন্সিলর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তার অপারগতায় নির্বাচন বন্ধ হয়ে যায়

নির্বাচন বন্ধ হয়ে গেলে প্রবাসী ব্যবসায়ী মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে দূতাবাসের অযাচিত হস্তক্ষেপ নিয়ে। প্রয়োজন হয়ে পড়ে গঠনতন্ত্র পরিবর্তনের। পরবর্তীতে এক সাধারণ সভায় গঠনতন্ত্র পরিবর্তন করে দূতাবাসের মঞ্জুরি রহিত করা হয়। পদাধিকার বলে রাষ্ট্রদূতকে কেবল চিফ পেট্রন রেখে সকল ক্ষমতা সাধারণ সভার উপর ন্যস্ত হয়। প্রবাসীরা এই সিদ্ধান্তকে যুগান্তকারী অভিহিত করে স্বাগত জানান। কারণ দূতাবাসের অযাচিত হস্তক্ষেপ সংগঠনের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তখন সেই দলের প্রবাসী শাখাগুলোর কিছু কিছু নেতা স্বীয় স্বার্থ রক্ষার জন্য দূতাবাসকে ভুল পথে পরিচালিত বা প্রভাবিত করে। ব্যক্তিত্বহীন আমলারাও তাতে পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে উভয়ে উভয়ের স্বার্থ রক্ষা করে সমান্তরালভাবে। আর বর্তমানে জাপানে প্রায় এক বছর রাষ্ট্রদূতের পদ শূন্য থাকায় বর্তমান চার্জ দ্য এফেয়ার্স ড. জীবন রঞ্জন মজুমদার তাদেরই একজন। তিনি গুটি কয়েক স্বার্থান্বেষী আওয়ামী লীগ নামধারী সুবিধাবাদীদের হুকুমে দূতাবাস পরিচালনা করে দূতাবাসকে ধীরে ধীরে সাধারণ প্রবাসীদের কাছ থেকে বিচ্ছিন্ন করে চলেছেন যেটা বহু কষ্টে সিরাজুল ইসলাম, আশরাফ উদ-দৌলা এবং একেএম মুজিবুর রহমান ভূঁইয়া প্রবাসীদের কাছে নিয়েছিলেন। ড. জীবন রঞ্জন মজুমদারের ভূমিকায় ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীরাও অসন্তুষ্ট। এমতাবস্থায় বিসিসিআইজে’র মতো একটি সংগঠন দূতাবাসের রাহুমুক্ত করতে পারা সাহসী পদক্ষেপ হিসেবেই ভোটাররা মনে করে।

দূতাবাসের কর্তৃত্ব রহিত করার পর দেখা দেয় নির্বাচন কমিশনার পদের শূন্যতা। আগের দুইজন নির্বাচন কমিশনার মনজুরুল হক এবং মুন্সী আজাদের সঙ্গে তৃতীয় নির্বাচন কমিশনার হিসেবে ড. এরশাদ উল্লাকে মনোনীত করা হয়। এরা তিন জনই স্ব স্ব ক্ষেত্রে সাফল্যবান। তাদের মেধা, যোগ্যতা এবং সততা প্রশ্নাতীত। ভোটাররাও তারা তাদের স্বাগত জানিয়েছে।
নির্বাচন কমিশন গঠন হওয়ার পর গত ৭ এপ্রিল ২০১২ আকাবানে এক সাধারণ সভায় নির্বাচন সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নেয়া হয়, সাধারণ সভায় বক্তব্য রাখেন রফিক উদ্দিন ফরাজী, সুখেন ব্রহ্ম, সারোয়ার হোসেন সানী, কাজী এনামুল হক, এমডি এস ইসলাম নান্নু, বাদল চাকলাদার, নুর এ আলম, মীর রেজাউল করিম রেজা, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, সানাউল হক, জাকির হোসেন মাছুম, সরদার নুরুল ইসলাম, কাজী সরওয়ার, আব্দুল আজিজ প্রমুখ। বক্তাদের অনেকেই ভোটার তালিকা হাল নাগাদ করতে তাগিদ দেন। বর্তমানে সংগঠনে ১৮১ জন সদস্য রয়েছেন। যাদের অনেকেই আছেন ভুয়া অর্থাৎ গত বছরের ২৫ সেপ্টেম্বর নির্বাচন সে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা কিছুসংখ্যক ব্যক্তিকে নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে পরিচালক বানিয়ে ভোটার করেছেন। তাদের দুইজনের সঙ্গে কথা বলে জানা গেছে তারা তাদের কোম্পানির নামই জানেন না এবং কোম্পানির কোথাও তাদের স্বাক্ষর নেই। অথচ তারা পরিচালক, তখন অনেকেই আছেন, তারপর গত বছরের ১১ মার্চ জাপানে ভয়াবহ বিপর্যয়ের পর বেশ কিছু কোম্পানি বন্ধ হয়ে যায়। যার মধ্যে প্রবাসীদের পরিচালনায় কিছু কোম্পানিও। এছাড়া কেউ কেউ ব্যবসা গুছিয়ে দেশে স্থায়ী হয়েছেন। কাজেই ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে সদস্য নবায়ন সময় বেঁধে দেয়া হয়। এছাড়াও সংগঠনের নিয়ম অনুযায়ী নতুন সদস্য রেজিস্ট্রেশনের বছরের যে কোনো সময় নিয়ম আগে থেকেই ছিল। নতুন হিসেবে ২ জন আবেদন জানান। কিন্তু ২০ মে নির্দিষ্ট সময় পার হলেও সদস্যদের কাছ থেকে তেমন কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়েই আরও ২ সপ্তাহ বাড়ানো হয়। অর্থাৎ ৫ জুন ২০১২ পর্যন্ত শেষ সুযোগ দেয়া হয়।

বিসিসিআইজে নির্দিষ্ট ওয়েব সাইট (http: www.beeij.com) এ দেয়া কনভেনার জিয়াউর ইসলাম স্বাক্ষরিত সর্বশেষ নোটিশ (২৪ জুন/ খুব সম্ভবত ২৪ মে হবে) থেকে জানা যায় ৫ জুন সদস্য নবায়ন শেষ সময়, ৭ জুন নির্বাচন কমিশনকে ভোটার লিস্ট প্রদান, ৮ জুন নির্বাচনী ঘোষণা, ৯ এবং ১০ জুন প্রার্থিতা জমা, ১২ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার, ১৩ জুন চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ২৪ জুন নির্বাচন (বদল হবে না)।

নির্বাচনের সব ঠিক হলেও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা অর্থাৎ নির্বাচনী আমেজ আগের মতো দেখা যাচ্ছে না। এর বেশ কিছু কারণও আছে। সাপ্তাহিক অনুসন্ধানে দেখা যায় অর্থনৈতিক বিপর্যয়ে ব্যবসায়ীদের নাজুক অবস্থা এ জন্য অনেকাংশে দায়ী। প্রকৃত এবং বড় ব্যবসায়ীরা এখনো কিছুটা টিকে থাকলেও মধ্যসারির ব্যবসায়ীদের অনেকটা-ই মূলধনের ওপর হাত পড়েছে। আর ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা গুটাতে বাধ্য হচ্ছেন। তারা চাকরি করে জীবিকা নির্বাহের পথকে বেছে নিয়েছেন। আর নির্বাচনকে সামনে করে যারা ব্যবসায়ী হয়ে উঠেছিলেন তাদের অবস্থা অথৈবচ। কারণ নির্বাচনকে সামনে রেখে ভোটার বানিয়ে সেই ভোটে জয়ী হবার যে স্বপ্ন মনে বুনেছিলেন তারা নিজেরাই এখন ভালো নেই। ভোটার হিসেবে শ্বেতহস্তী পানির আগ্রহ এবং ক্ষমতা কোনোটাই নেই। কাজেই তাদের জামাই আদর অনেকটাই কমে গেছে। সদস্য নবায়ন করতে গেলে আবার খরচ করতে হবে বিধায় তারা অনেকটাই চুপসে গেছেন।

সমাজে কিছু লোক থাকেন যাদের পয়সা হবার পর প্রয়োজন হয় একটা স্ট্যাটাসের। কোনো পদে আসীন থাকতে না পারলে পয়সা করে কি লাভ হলো? তাই দরকার পদ। কোনো অবস্থায় যদি একটি পদ পাওয়া যায়। তাই হন্য হয়ে ঘুরেন পদের পেছনে। তারা-ই অনেকটা চর দখল করার মতো বিসিসিআইজে নির্বাচনে পদ পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে ঘাঁটের পয়সা খরচ করে স্বীয় অনুসারীর ব্যবসায়ীদের খাতায় নাম লিখিয়েছিলেন। তারা বিসিসিআইজে’র মতো হেভি ওয়েট একটি সংগঠনকে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক কিংবা আঞ্চলিক সংগঠনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। সাংগঠনিক দক্ষতা না থাকলেও অর্থের বিনিময়ে যে দক্ষতা কিনতে চাচ্ছেন। কিন্তু সাংগঠনিক দক্ষতা যে অর্থের বিনিময়ে অর্জন করা যায় না এটা তারা বুঝতে চান না।

সংগঠনিক দক্ষতা অর্জন করতে হলে তৃণমূল থেকে কাজ শুরু করতে হবে। প্রবাসীদের পাশে থাকতে হবে সংগঠনের জন্য কাজ করতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। মনে রাখতে হবে নেতার প্রয়োজনে যে সংগঠনের জন্ম হয় সেই সংগঠন টিকে না। কিন্তু সংগঠনের প্রয়োজনে যে নেতার তৈরি হয় সে সংগঠন মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকে।

জাপানের মতো দেশে একটি সংগঠনকে সরকারি নিবন্ধন নেয়া খুবই জটিল কষ্টসাধ্য একটি কাজ। জাপানকে বলা হয় কাগজপত্রের দেশ। এখানে কাগজপত্রে সব কথা বলে। সরকারি নিবন্ধন অর্থাৎ তালিকাভুক্ত হতে অনেক কাঠখড় পোড়াতে হয়। পরিশ্রম করতে হয়, তবে সুবিধাও আছে। এখানে কাগজপত্র ঠিক থাকলে দুইদিন আগে আর পরে পাওয়া যাবেই। পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দেশের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিই নিবন্ধিত হতে যেখানে পাঁচ সাত বছর লেগেছে, সেখানে বাংলাদেশের জন্য লেগেছে মাত্র দেড় বছর। এটি সম্ভব হয়েছে দু’জন লোকের অক্লান্ত পরিশ্রম বাংলাদেশি ব্যবসায়ীদের সুনাম এবং বেশিরভাগ ক্ষেত্রেই সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করা। একটি সন্তান জন্মে মায়ের যে অবদান যে কষ্ট, ত্যাগ তা যেমন মা ছাড়া কেউ জানে না তেমনি জাপানে একটি সংগঠন সরকারি নিবন্ধন পেতে যে বেগ পেতে হয় তা ভুক্তভোগী ছাড়া কেউ জানেন না। এই ক্ষেত্রে সুখের কথা জিয়াউল ইসলামের অবদান অনস্বীকার্য। তাদের অক্লান্ত পরিশ্রমে এটি সম্ভব হয়েছে।

এই যখন সার্বিক পরিস্থিতি সাপ্তাহিক-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে পর্দার আড়ালে নাড়া ভিন্ন চিত্র। নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এ ক্ষেত্রেও ভূমিকা পালন করছেন সেই চক্র। অর্থের বিনিময়ে যে সংগঠক হওয়া যায় না এবং কেবলমাত্র সরকারি দলের লেবাস যে ব্যবসায়ী সংগঠনের নেতা হওয়া যায় না তা বুঝতে পেরেছেন। তাই তারা নির্বাচন বানচালের পথ তৈরি করছেন অর্থাৎ আগামী ২৮ জুন বিসিসিআইজে নির্বাচন নাও হতে পারে। একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২৮ জুন নির্বাচন না হওয়া প্রসঙ্গে বর্তমান স্টিয়ারিং কোথায় সুখেন ব্রহ্মকে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য তার জানা নেই। টিয়ারিং কমিটি সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, নির্বাচন করে নতুন কমিটিকে সার্বিক দায়িত্ব বুঝিয়ে দিতে স্টিয়ারিং কমিটির প্রতিটি সদস্য বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। কনভেনার জিয়া ভাই ভালো বলতে পারবেন, তার সঙ্গে যোগাযোগ করুন প্লিজ।

প্রভাবশালী ব্যবসায়ী বাদল চাকলাদার জানান, আমরা চাই নির্বাচন হোক। প্রবাসে আমাদের যেন কোনো বদনাম না হয়। সবাইকে সেই ব্যাপারে কাজ করতে হবে। কারণ আমাদের বদনাম মানে দেশের বদনাম। এমডি এস ইসলাম নান্নু জানান, অবৈধ ভোটার চিহ্নিত করে বাদ দিয়ে নির্বাচন হতেই হবে। এর কোনো বিকল্প নেই। আমরা চাই প্রকৃত দেশপ্রেমিক এবং যোগ্য লোক আসুক যিনি দেশের স্বার্থে কাজ করবেন। নিজের প্রয়োজনে লেবাস বানাবেন না। প্রবাসী ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন, প্রবাসীদের পাশে দাঁড়াবেন।
বিপ্লব মল্লিক জানান, আমরা চাই নির্বাচন হোক। যদি না হয় তা হলে বর্তমান স্টিয়ারিং কমিটিকে জবাবদিহি করতে হবে। মীর রেজাউল করিম রেজা জানান, এটা কারোর ব্যক্তিগত সংগঠন নয়। রাজনৈতিক সংগঠন নয়। কাজেই এখানে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ২৮ জুন নির্বাচন পরিস্থিতি অন্য দিকে মোড় নিয়ে এবং সেই জন্য সংশ্লিষ্টদের কৈফিয়ত দিতে হবে।

rahamanmoni@yahoo.com

সাপ্তাহিক

Leave a Reply