মুন্সীগঞ্জে ৫ বছরের এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশের খাদে পড়ে তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চলাঞ্চলের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
জানা গেছে, সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে কমিউনিটি পুলিশের মিটিং শেষে শুক্রবার রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন থানায় ফিরছিলেন। পথিমধ্যে বকুলতলা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি শিশু মোটরসাইকেলের সামনে চলে আসে।
এ সময় ওই শিশুকে বাঁচাতে হার্ডব্রেক করলে এসআই তোফাজ্জল হোসেন মোটরসাইকেলসহ রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে তিনি আহত হলেও শিশুটি বেঁচে যায়।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, তোফাজ্জল হোসেন বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন ।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply