মুঘল স্থাপত্যশৈলীর নির্দশন ইদ্রাকপুর কেল্লার এখন বেহাল দশা। এর জৌলুস এখন হারিয়ে যেতে বসেছে। পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। নানা কারণে ভ্রমণপিপাসু মানুষ মুন্সীগঞ্জ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। অথচ ইদ্রাকপুর কেল্লাকে যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশী-বিদেশী পর্যটকদের ভিড়ে মুখরিত হতো মুন্সীগঞ্জ।
এটিকে প্রতœতত্ত্ব বিভাগের আওতায় নেয়া হলেও পর্যটকদের আকর্ষণের কোন কর্মকা-ই চোখে পড়েনি। বরং ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। বাইরে একটি সাইনবোর্ড টাঙ্গিয়েই যেন সব কাজ শেষ কর্তৃপক্ষের। এটিকে দেখার যেন কেউ নেই।
ভেতরে নোংরা, আবর্জনার স্তূপ। সাদা চোখেই বোঝা যায়, অযতœ-অবহেলার শিকার প্রাচীন এ নিদর্শনটি। ভেতরে জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী বসবাস করছে। কেল্লার পাশেই অফিস করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই ।
কেল্লার উপরের ছাদে একটি আধাপাকা ভবন নির্মাণ করা হয় কয়েক যুগ আগে। টালি দিয়ে তৈরি এর চালা। এটি তৎকালীন মহকুমা প্রশাসকের বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। মহকুমা জেলায় উন্নীত হওয়ার পরও ১৯৯৬ সাল পর্যন্ত এখানে প্রশাসনের উচ্চ ব্যক্তিরা বসবাস করেছেন। এরপরই সেখানে ঠাঁই করে নিয়েছে জেলা প্রশাসনেরই চতুর্থ শ্রেণীর কর্মচারী বা তাদের আত্মীয়স্বজন। এ বসবাসের কারণে নোংরা অবস্থা প্রকট হয়েছে। এর চালা খুলে পড়ছে। কিন্তু মেরামতের কেউ নেই। কালের সাক্ষী এ কেল্লাটি দেখে পর্যটকদের লজ্জাবোধ হলেও নিলর্জ্জ কর্তৃপক্ষ।
কেল্লার পূর্ব ও পশ্চিম এবং উত্তরে তিন দিকে পাকা ঘাটবাঁধা পুকুর। এর মধ্যে পূর্ব ও উত্তরের পুকুর দুটো সীমানা প্রাচীরের বাইরে, অন্যটি ভেতরে। উত্তরের পুকুরঘাটের সামনে খিলান আকৃতির তোরণ। ভেতরে কয়েক পা এগিয়ে গেলে পশ্চিমের পুকুরঘাট বরাবর প্রায় দোতলা বাড়ির সমান উঁচু বৃত্তাকার মঞ্চ। মোট ২৪ ধাপ সিঁড়ি বেয়ে ওঠা যায় ৩৩ মিটার ব্যাসের এ মঞ্চের ছাদে। সেখানেই টালির ছাউনি দিয়ে তৈরি করা হয় এ বসতঘর। এ ঘর অবশ্য মঞ্চটির মতো প্রাচীন নয়। দেখেই বোঝা যায়, বহু পরে এটি নির্মাণ করা হয়েছে এবং মূল স্থাপত্যের সঙ্গে এর কোন মিল নেই। জেলা শহরের কোটগাঁও এলাকায় অবস্থিত স্থাপত্যটি ইদ্রাকপুর কেল্লা নামে পরিচিত। পূর্বপাশে এর গায়ে পাথরে ইংরেজীতে লেখা রয়েছে ‘ইদ্রাকপুর ফোর্ট।’ তবে উত্তর পাশের মূল ফটকে কিছু লেখা নেই। ফটকের বাইরে রয়েছে এর সংক্ষিপ্ত ইতিহাসসংবলিত প্রতœতত্ত্ব বিভাগের নেভিব্লু রঙের ওপর সাদা লেখা সাইনবোর্ড।
মুঘল স্থাপত্যশৈলীর চমৎকার নিদর্শন এই কেল্লার আয়তন ৮২ মিটার বাই ৭২ মিটার। প্রায় ২ একর জমিতে স্থাপিত এ ফোর্ডের ভূমি রেকর্ড হয়েছে ১ নং খতিয়ানে কালেক্টরেটের নামে। ঐতিহাসিকদের মতে, এটি নির্মিত হয়েছিল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে। বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলা এ দুর্গটি নির্মাণ করেছিলেন। ইট-সুরকির এ দুর্গটি নির্মিত হয়েছিল ১৬৬০ সালে। উদ্দেশ্য ছিল ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকাকে মগ জলদস্যু ও পর্তুগীজদের হামলা থেকে রক্ষা করা। সে সময় ইছামতী ও ধলেশ্বরী নদীর কূলবর্তী এ এলাকাটি তুর্কী জলদস্যুদের প্রতিরোধ করার জন্য সামরিক গুরুত্বপূর্ণ স্থান হিসাবেই বিবেচিত হয়েছিল মুঘল সেনাপতির কাছে। লোকশ্রুতি অনুযায়ী দুর্গটির নাম ইদ্রাকপুর কেল্লা রাখা হয়েছিল। কারণ তৎকালে এলাকাটির নাম ছিল ইদ্রাকপুর। এখন এ এলাকাটির নাম আর ইদ্রাকপুর নেই। তবে এর এক কিলোমিটার দূরে ইদ্রাকপুর নামে একটি গ্রাম রয়েছে। বর্তমান জেলা শহর মুন্সীগঞ্জে যে এই কেল্লাকে ঘিরেই বসতি গড়ে উঠেছে তা ইতিহাসে স্পষ্ট উল্লেখ রয়েছে। যখন কেল্লাটি স্থাপিত হয় তখন এখানে কোন বসতি ছিল না।
পুরো দুর্গটি খিলান আকৃতির খাঁজকাটা সুদৃশ্য প্রাচীর দিয়ে ঘেরাও করা। চার কোণে রয়েছে চারটি গোলাকার মঞ্চ চৌকি দেয়ার জন্য। প্রধান মঞ্চটি এগুলোর চেয়ে দ্বিগুণ আকার ও উচ্চতাবিশিষ্ট। এটি পূর্বদিকে প্রাচীরসংলগ্ন। যদিও সে সময় চারদিকে নজরদারির জন্যই এ সুউচ্চ প্রধান মঞ্চটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু এখন এর ছাদে উঠলে দৃষ্টি তেমন বেশিদূর এগোয় না। দক্ষিণ দিকে দক্ষিণ কোটগাঁও গ্রাম। দক্ষিণ-পূর্ব কর্নারে ঘেঁষা টেনিস মাঠ ও শ্রীনাথ ক্লাব। পূর্বে পুকুর, লেডিস ক্লাব এবং ডাকবাংলো। পশ্চিমে লাগঘেঁষা এভিজেএম (এ্যালভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন) সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়। উত্তরে পুকুর ও মুন্সেফ কোয়ার্টার। বহুতল ভবনের মাঝে এটিকে এখন নিহায়ত গেরুয়া রঙের ছোট একটি জরাজীর্ণ ইমারত বলেই মনে হয়। মূল মঞ্চের পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে তলদেশে। সিঁড়ির মুখ বহুকাল আগেই বন্ধ করে দেয়া হয়েছে। সম্ভবত সিঁড়ি দিয়ে নেমে ভেতরে প্রবেশ করা হতো এবং এর মধ্যে অস্ত্রÑগোলাবারুদ মজুদ করে রাখা হতো।
অন্যদিকে ছাদে ওঠার প্রশস্ত সিঁড়ির উত্তর কোণায় মুখবন্ধ একটি গুম্বজ আকারের ইটের ভগ্নস্তূপ রয়েছে। এটি ছিল সুরঙ্গপথ। পরে এর মুখ বন্ধ করে দেয়া হয়েছে। লোকমুখে প্রচলিত আছে, এ সুরঙ্গ দিয়ে লালবাগ কেল্লার সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছিল। ইদ্রাকপুর কেল্লাটির দৃশ্য অতি মনোহর। তবে অযতœ-অবহেলায় মূল্যবান এ পুরাকীর্তি ধ্বংসের দিকে এগুচ্ছে। বিশেষ করে এর সবচেয়ে আকর্ষণীয় অংশটি অর্থাৎ প্রধান বৃত্তাকার মঞ্চের ওপর বসতবাড়ি তৈরি করে ঘরসংসার শুরু করায় এর স্থাপত্যশৈলীর যেমন সৌন্দর্যহানি ঘটেছে, তেমনি অবকাঠামোগতভাবেও দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে সীমানা প্রাচীররে পলেস্তরা খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। পূর্বদিকের পুকুরটি সংস্কার না করায় পচা পানিতে এটি প্রায় এঁদো ডোবায় পরিণত হয়েছে। অথচ প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের যথাযথ ব্যবস্থা করলে মূল্যবান এ পুরাকীর্তির যেমন স্থায়িত্ব বাড়বে তেমনি নয়নাভিরাম এ মুঘল স্থাপত্যকর্মটি হয়ে উঠতে পারে আকর্ষণীয় দর্শনীয় স্থান।
পুকুরগুলো সংস্কার করে কেল্লার চত্ব¡রে বাগান করে মঞ্চগুলোকে সাজিয়ে যেমন করে লালবাগ কেল্লায় করা হয়েছে, তেমন ব্যবস্থাপনা যদি ইদ্রাকপুর কেল্লাতে থাকত তবে নগরবাসী অন্তত ছুটিছাটার দিনে এই শ্বাসরুদ্ধকর মহানগরীর পরিবেশ থেকে মুক্ত হয়ে চমৎকার সময় কাটিয়ে আসতে পারতেন সবুজের সমারোহে পুরনো দিনের স্মৃতিগন্ধময় এ কালজয়ী স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করে। এটিকে প্রাচীন জনপদ ‘বিক্রমপুর যাদুঘর’ করারও দাবি উঠেছে।
স্থানীয়ভাবে জানা গেছে, দুর্গের মূল মঞ্চের ছাদে ব্রিটিশ শাসনামলে টালির চালা ও পাকা দেয়ালের আধাপাকা ভবন নির্মাণ করা হয়েছিল মুন্সীগঞ্জ মহকুমা প্রশাসকের বসবাসের জন্য। ১৯৮৪ সাল পর্যন্ত সেখানে মহকুমা প্রশাসকরা বসবাস করেন। এরপরে জেলায় উন্নীত হলে জেলা প্রশাসকরা এখানে আরও ৮ বছর বসবাস করেন। ১৯৯২ সালে জেলা প্রশাসকের জন্য অন্যত্র আবাসিক ভবন হলে এ বাড়িতে বসবাস করেন ম্যাজিস্ট্রেট। ১৯৯৬ সাল পর্যন্ত ম্যাজিস্ট্রেটবৃন্দ বসবাস করার পর তাঁদের জন্যও আবাসিক ভবন নির্মিত হলে কেল্লার কয়েক কক্ষবিশিষ্ট আলিসান আধাপাকা ভবনটিতে বসবাস করতে আসে জেলা প্রশাসনের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। ১৯৯৬ সাল থেকে এখানে দু’টি পরিবার বসবাস করে। জেলা প্রশাসনের চতুর্থ শ্রেনীর কর্মচারী আলী নূর বেগম বসবাস করছেন নিচে কেল্লার মূল ফটকের পাশের একটি ঘরে। আর উপরে মহকুমা প্রশাসকের ঘরে বসবাস করছেন তার দেবর রজ্জব আলীর পরিবার। এখানে অপরিকল্পিতভাবে ছাগল ও হাঁসমুরগিও পালন চলছে। এছাড়া মূল মঞ্চের পশ্চিম-দক্ষিণ পাশে সাব জেল হিসাবে ব্যবহৃত হয়েছে বহু বছর। জেলা কারাগার নির্মিত হওয়ার পর ২০০৩ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ব-দক্ষিণ পাশে কারাগার স্থানান্তরিত হয়। হাজতী কয়েদীদের স্থান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও জেলখানার অফিস ও অস্থায়ী কোয়ার্টারগুলো ব্যবহার করছে এনএসআই। ২০০৪ সাল থেকে জেলার এনএসআই অফিস এখানে আসে। পাঁচ কক্ষবিশিষ্ট জেলখানার অফিসের পুরোটাই এনএসআই অফিসের নামে বরাদ্দ। এর ৩টি কক্ষ অফিস হিসাবে ব্যবহার হলেও ২টি কক্ষ ব্যবহার হচ্ছে এনএসআইর সহকারী পরিচালকের বাসস্থান হিসাবে। এছাড়া ফোর্ডের মঞ্চের সিঁড়ির লাগঘেঁষা একটি টিনশেড ভবনে বসবাস করছেন ওয়াচার কনস্টেবল। এর পশ্চিম পাশে আরেকটি টিনশেড ঘরে সপরিবারে বসবাস করে এনএসআইয়ের এমএলএসএস। মুন্সীগঞ্জ এনএসআই অফিস সূত্রে জানা যায়, অফিসটি এনএসআই ভাড়ায় ব্যবহারের অনুমতি চাইলেও আইজি প্রিজন অফিস রক্ষণাবেক্ষণসহ বিনা ভাড়ায় ব্যবহারের অনুমতি প্রদান করে। অথচ ১৯০৯ সালে ইদ্রাকপুর কেল্লাটি পুরাকীর্তি হিসাবে সংরক্ষিত হয়েছিল। সর্বশেষ ১৯৯৫ সালের দিকে কিছু সংস্কার করা হলেও এরপর আর কোন সংস্কারই হয়নি কেল্লাটির। কিন্তু নিদর্শনটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিত্যদিন। প্রতœতত্ত্ব বিভাগের সাইড পরিচালক হিসাবে একজনের পোস্টিং এখানে থাকলেও তাঁকে দেখা যায় না। তাঁর খোঁজে দিনের পর দিন এ কেল্লায় ঘুরেও পাওয়া যায়নি। এনএসআইর ওয়াচার কনস্টেবল ইসমাইল হোসেন জানান, প্রতœতত্ত্ব বিভাগের সাইড পরিচালক মাসে একদিন আসেন, কোন কোন মাসে আসেনও না।
তাই এ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি এখন দেখার কেউ নেই। এক রকম অভিভাবকহীন পড়ে আছে অতি গুরুত্বপূর্ণ প্রচীন স্থাপনাটি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আজিজুল আলম জানান, ইদ্রাকপুর কেল্লাকে সংস্কার এবং সংগ্রহশালা বা যাদুঘর নির্মাণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা চাই এ প্রাচীন স্থাপত্যটি যথাযথভাবে সংরক্ষণ করে পর্যটকদের উপযোগী ও আকর্ষণীয় স্থান হিসাবে গড়ে তোলা হোক। এ স্থাপনাটি যেহেতু প্রতœতত্ত্ব বিভাগের আওতাধীন, তাই এখানে আমাদের হাত দেয়ার সুযোগ নেই। এ বিভাগের যথাযথ কার্যকারিতা শুরু হলে জেলা প্রশাসনের যে স্টাফ এখানে বসবাস করছে, তাকে সরিয়ে আনা হবে। যেহেতু এখানে দেখার তেমন কেউ নেই, সে কারণেই জেলা প্রশাসনের এক স্টাফ বসবাস করছে। এতে এক ধরনের পাহাড়াও হচ্ছে।
গত বছরের ১৪ এপ্রিল তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং প্রতœতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েক উর্ধতন কর্মকর্তা দুর্গটি পরিদর্শন করেছেন। মুঘল আমলের এ মূল স্থাপত্য এবং পরে ব্রিটিশ আমলের টালির চালার ছাদে তৈরি আধাপাকা স্থাপত্য কিভাবে সংরক্ষণ করা যায়, সে ব্যাপারে বোর্ড বসে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে বলে জেলা প্রশাসক জানান।
এ ব্যাপারে প্রতœতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম বৃহস্পতিবার জনকণ্ঠকে জানান, টেকনিক্যাল টিম দুর্গটি পরিদর্শন করে রিপোর্ট দেয়ার পর সংস্কৃতি মন্ত্রণালয় সুপারিশসহ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করে। অর্থ মন্ত্রণালয় এ স্থাপনাটিসহ ঢাকা ও আশপাশের ৫/৬ স্থাপনা সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দিয়েছে। আগামী জুলাই মাস থেকেই এ প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে এবং ২ বছরের মধ্যে সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেন। তবে এটি যাদুঘর বা সংগ্রহশালা হিসাবে ব্যবহারের এখনও কোন সিদ্ধান্ত হয়নি। মহাপরিচালক জানান, আগে এটিকে রক্ষা করাই হচ্ছে প্রধান কাজ। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া যাবে।
-নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ
জনকন্ঠ
Leave a Reply