কে পাচ্ছেন মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন

মোহাম্মদ সেলিম: মুন্সীগঞ্জ ৩ আসন। মুন্সীগঞ্জ সদর উপজেলা ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত। গজারিয়ার ৮টি ইউনিয়ন আর মুন্সীগঞ্জে ২টি পৌরসভা এবং ৮টি ইউনিয়ন নিয়ে এই আসন। মুন্সীগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি।

এ কথাটি এখন আর সত্য নয়। কারণ ১৯৭৫ এর রাজনৈতিক পটপরিবর্তনের পর এ আসনে বিএনপি একাধিকবার শাসন করেছে। কিন্তু ২০০৮ সালের নির্বাচনে এ আসনে দীর্ঘ বছর পর আ’লীগ বিজয়ী হয়। এছাড়া ১৯৮৬ সালের নির্বাচনে এখান থেকে আ’লীগ জয়ী হয়। এখানে আ’লীগ থেকে বিএনপির বিজয়ের পাল্লা সবচেয়ে ভারি। জেলার মধ্যে এ আসনে বিএনপির রাজনীতিতে সবচেয়ে কোন্দল বেশি। কোন্দল মুলত সাবেক তথ্য মন্ত্রী এম. শামসুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সাথে। নবম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনে নির্বাচন করেন সাবেক তথ্য মন্ত্রী এম. শামসুল ইসলাম।

এর আগে এ আসন থেকে সব সময়েই আব্দুল হাই নির্বাচন করলেও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই গত নির্বাচন করেন ঢাকার ৪ আসন থেকে। আব্দুল হাই এ আসনে মনোনয়ন না পাওয়া তার সমর্থকরা এম. শামসুল ইসলামের নির্বাচনে সহযোগিতা করে নাই বলে অভিযোগ উঠে। কারণ আব্দুল হাইয়ের নিজের ভোট ব্যাংক এলাকায় এম. শামসুল ইসলাম সবচেয়ে কম ভোট পান। বরং ওখানে নৌকার প্রার্থী এম. ইদ্রিস আলী সবচেয়ে বেশি ভোট পান। এটি রাজনৈতিক কোন্দলের ফল বলে অনেকেই মনে করে। ১/১১ রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে আব্দুল হাই বিএনপি ছেড়ে পিডিবিতে চলে যায়। এ বিষয়টি কেন্দ্রীয় বিএনপির হাই কমান্ড ভালো চোখে দেখে নাই। পরে তিনি বিএনপিতে ফিরে আসলেও ঐ ঘটনায় তার ইমেজ মারাত্নকভাবে ক্ষুন্ন হয়। ঐ ঘটনার জের হিসেবে বর্তমানে তিনি সরাসরি চেয়ারর্পাসনের সাথে দেখা করতে পারছেন না বলে খবর চাউর হচ্ছে। জেলার ভালো মন্দ খবর নিয়ে আমানউল্লা আমানের মাধ্যমে তাকে যোগাযোগ করতে হয়।

এছাড়া মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতি চালিয়ে রাখতে সময় অসময়ে তাকে সাবেক প্রতিমন্ত্রী মিজান সিনহার দরবারে ছুটে যেতে হয়। এদিকে জেলার বিভিন্ন অংগ সংগঠনের ছোট ছোট পদ দিতে গিয়ে তার বিনিময়ে কতিপয় জেলার নেতাদের বিরুদ্ধে পয়সা লেনদেন অভিযোগ উঠায় কেন্দ্রে এখানকার ইমেজ সংকট দেখা দিয়েছে বলৈ খবর চাউর হচ্ছে। এসব নানা কারণে আব্দুল হা্‌ই এ আসনের মনোনয়ন নাও পেতে পারেন। এম. শামসুল ইসলামের বড় পুত্র সাইফুল ইসলাম বাবু। চেয়ারপার্সনের খুব কাছের লোক। চেয়ারপার্সনের বাণিজ্যিক উপদেষ্টা হিসেবে সাইফুল ইসলাম বাবু কাজ করছেন বলে খবর পাওয়া গেছে। জি.নাইন এর সভাপতি ও ঢাকার গুলশান থেকে প্রকাশিত ধানের শীর্ষের মুখপাত্র সাইফুল ইসলাম বাবু। সেই হিসেবে বিএনপি ক্ষমতায় আসলে সাইফুল ইসলাম বাবু টেকনোক্রেট কোঠায় মন্ত্রী হওয়ার সম্ভবনা রয়েছে। এম. শামসুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্য। সেক্ষেত্রে মুন্সীগঞ্জ ৩ আসনের বিএনপির চুড়ান্ত প্রার্থী এম. শামসুল ইসলাম।

যদি অসুস্থতার জন্য তিনি এ আসনে প্রার্থী না হন তবে রাজনৈতিক কোন্দলের জের হিসেবে নতুন মুখ রামপাল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি এ আসনে প্রার্থী হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি। যদি আগামীতে বিএনপির সরকার গঠন করে তবে এম. শামসুল ইসলাম রাষ্ট্রপতি হতে পারেন বলে অনেকেই ধারণা করছেন। মুন্সীগঞ্জ ৩ আসনটি আগে মুন্সীগঞ্জ ৪ আসন ছিল। সেই সময় টঙ্গীবাড়ী উপজেলা ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা, মহাকালী, বজ্রযোগিনী ও রামপাল ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। এখান থেকে এম. শামসুল ইসলাম একাধিবার এমপি নির্বাচিত হন ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই কটি এলাকা এখনো বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। এলাকার বিএনপির নেতা কর্মীরা এম. শামসুল ইসলামের ভক্ত।

এই কারণে এখানকার কোন নেতা বিএনপির রাজনীতিতে আব্দুল হাইয়ের চক্ষুশূলের কারণে কেউ কোন গুরুত্বপূর্ণ পদ পায়নি। রামপাল ইউপি চেয়ারম্যান মোশরাফ হোসেন এম. শামসুল ইসলামের খুব কাছের লোক। তিনি জেলা বিএনপির একটি পদে আছেন। এর মধ্যে তার ছোট ভাই সদর উপজেলা যুবদলের সভাপতি হয়েছেন। খুব ধীরে ধীরে তিনি অগ্রসর হচ্ছেন আগামী নির্বাচনকে সামনে রেখে এরকম মন্তব্য অনেকের। ইতোমধ্যে তার পরিচালনাধীন হাতিমারায় জেলা বিএনপির গুরুত্ব সভা অনুষ্ঠিত হয় নির্বাচনী মহরা হিসেবে। মুন্সীগঞ্জ শহরের অনেক বিএনপি নেতা দিনে আব্দুল হাইয়ের সাথে থাকলেও রাতে মোশারফ পুস্তির দরবারে চলে যান। সেইসব নেতারা পুস্তির কাছ থেকে মাসিক ভাতা নেন বলে খবর পাওয়া গেছে। এসব নেতারা দু’দিকে কুল রক্ষা করে এখানে রাজনীতি করছে। আব্দুল হাইয়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত নেতারা কৌশলে পুস্তির সাথে যোগাযোগ রাখনে। কারণ যে কোন সময় গনেশ উল্টে যেতে পারে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply