মুন্সীগঞ্জে জেএসসির বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ১৪১ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলহাজ মমতাজ বেগম এমপি। সদর উপজেলা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে ইউএনও শারাবান তাহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ্জামান, সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর ইয়ার নরুল আমিন হেলাল, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল ইসলাম খান, পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন, জেলা কৃষক লীগ সভাপতি মহসিন মাখন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার এমএ কাদের মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মন্সুর আহম্মেদ কালাম ও মেহেরুন্নেসা নাজমা, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, কে কে সরকারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এবাদুর রহমান, এভিজেএম সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, রামপাল এনবিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, শিক্ষার্থী ইল্লিন বিনতে মকসুদ ও কাদিয়া আল মাসুম এবং উপস্থিত ছিলেন আব্দুল কাদির ও কমল কুমার আইচসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও শিক্ষকবৃন্দ।
জনকন্ঠ
Leave a Reply