আরিফ হোসেন: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সাধারন সম্পাদক মীর সরফত আলী সপুকে তার নিজ নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ-১(শ্রীনগর-সিরাজদিখান) এ সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে পুলিশ বাধার সৃষ্টি করে। শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসগকের নিমতলা পয়েন্টে পুলিশ সিরাজদিখান উপজেলার নিমতলা মোড়ে অঘোষিত কারফিউ জারি করে। ষোলঘর, ছনবাড়ি ও শ্রীনগর এলাকায় ছিল র্যাব-পুলিশের সতর্ক টহল। শত বাঁধা উপেক্ষা করে প্রায় পাচ শতাধিক মটর সাইকেল আর শতাধিক গাড়ির বহর নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সদ্য কারামুক্ত এই নেতাকে বরণ করে নেন।
এ সময় ঢাকা-মাওয়া মহাসড়ক বিভিন্ন শ্লোগান আর নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা শেষে শ্রীনগর পোস্ট অফিস মোড়ে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জলের সভাপতিত্বে সমাবেশ হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরন, স্বেচ্ছাসেবক দলের, কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম পটু, জিয়াউল হক শাহীন, এ্যডভোকেট মানিক মিয়া, ভিপি মোহন, এম শুভ আহমেদ, কেন্দ্রিয় যুবদল নেতা তাজুল ইসলাম, আবুল কালাম কানন, শামীম ঈমাম সাচ্চু, নুরুল ইসলাম পার্থ, শামীম আহমেদ, আবু তালেব লালু, শাহীন মৃধা, মোস্তাফিজুর রহমান খান রিয়াজ, আবুল আসাদ,মনির হোসেন,আবুল ব্যাপারী,মোঃ ইদ্রিস প্রমুখ।
Leave a Reply