কমিউনিটি পুলিশিং কমিটির সভা

মুন্সীগঞ্জে শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সেমিনার কক্ষে কমিউনিটি পুলিশিংয়ের জেলা ও সদর উপজেলা কমিটির সভা হয়েছে। সভায় মুন্সীগঞ্জ জেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা ও পুলিশ সুপার সাহাবুদ্দিন খান বলেন, মুন্সীগঞ্জ জেলায় প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কমিউনিটি পুলিশিং কমিটি রয়েছে। এসব কমিটিতে মোট ২ হাজার ২০০ সদস্য রয়েছে।

জেলার অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিরা এসব কমিটির মধ্যে রয়েছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের কমিটি যাতে ভূমিকা রাখতে পারে। কমিউনিটি পুলিশিং কমিটিগুলোকে সেভাবে গড়ে তোলা হবে। জেলা ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির এই সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কমিউনিটি পুলিশংয়ের জেলা ও উপজেলা কমিটির উপদেষ্টা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনিসুজ্জামান ও উপদেষ্টা সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, উপদেষ্টা রামপাল কলেজের অধ্যক্ষ সাহেব আলী, সদর উপজেলা কমিটির উপদেষ্টা ও সাবেক মিরকাদিম পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেণু, জেলা কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সদর উপজেলা কমিটির উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা নাজমা, জেলা কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আর্শেদ উদ্দিন চৌধুরী ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমর ঘোষ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যকরী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ মোঃ সহিদ হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন আহম্মদ, শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফিরোজ মিয়া ও সাবেক সম্পাদক সিরাজউদ্দিন তালুকদার ভুলু, মুক্তিযোদ্ধা আলী আকবর মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাইফুল আলম খোকা। এছাড়া জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী ও সদস্য সচীব মতিউল ইসলাম হিরু এবং সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক এম কাদের মোল্লা ও সদস্য সচিব সাংবাদিক তানভীর হাসান বক্তব্য রাখেন।

জনকন্ঠ

Leave a Reply