বিয়ের জন্য দুবাই থেকে ছুটে এসে প্রেমিকার স্বজনদের পিটুনিতে নিহত রতন (৩০) হত্যাকারীদের বিচার দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। শনিবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত দেড় ঘন্টা মহাসড়কের তেতুইতলা এলাকায় এ অবরোধ করে এলাকাবাসী। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। পরে পুলিশ বিচারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়। এর আগে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে।
এদিকে, রতনকে পিটিয়ে হত্যার ঘটনায় শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা আব্দুর রব।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের দুবাই ফেরত কামরুজ্জামান রতন পরিবারের অমতে চাচাতো বোন খাদিজাকে বিয়ে করে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার খালার বাড়িতে আশ্রয় নেয়। এ খবর পেয়ে খাদিজার ভাই ও তার সঙ্গীরা দুবাই ফেরত রতনকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে রতন মারা যায়।
জাস্ট নিউজ
Leave a Reply