প্রেমিকার বাড়ির লোকজনের পিটুনিতে প্রবাস ফেরত যুবক রতন নিহতের ঘটনায় অবশেষে ৮ জনের নামে বন্দর থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার রাতে বন্দর থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি আকতার হোসেন। এর আগে এই ঘটনায় থানায় মামলা করতে আসলে নিহত রতনের ভাই নূরু মিয়াকে অপমৃত্যু মামলা করার জন্য অনুরোধ করেন থানার ওসি আকতার হোসেন। এতেরাজি না হয়ে নিহতের ভাই বাদি হয়ে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। শুনানী শেষে বিচারক মামলা গ্রহন করতে থানা পুলিশকে নির্দেশ দেয়।
মামলায় আসামী করা হয়েছে-প্রেমিকা রুমা আক্তারের বাবা আমীর হোসেন, ভাই সুমন, রোমেল ও জসিম, বোন খাদিজা, চাচা মনির ও দেলোয়ার এবং হালিমকে। উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার তেতুলতলা গ্রামের আবদুর রবের প্রবাস ফেরত ছেলে একই গ্রামের আমীর হোসেনের মেয়ে রুমা আক্তারকে ভালবেসে বিয়ের সিদ্ধান্ত নেয়।
রুমা ও রতন বিয়ে করতে পালিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ পদুগড় এলাকায় খালু সেলিমের বাড়িতে চলে আসে। এখবর পেয়ে রুমার বাবাসহ উপরোক্ত আসামীরা রতনের খালুর বাড়িতে হামলা করে। তারা পলায়নরত রতনকে নবীগঞ্জ বাস স্ট্যান্ডে আটকে বেধড়ক পিটুনি দেয়। এতে গুরুতর আহত রতনকে প্রথমে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পর দিন ২৮ জুলাই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রতন মারা যায়।
এই ঘটনায় রতনের ভাই নুরু মিয়া বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় বাধ্য হয়ে নুরু নারায়ণগঞ্জ আদালতে মামলাটি দায়ের করে। বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহন করা হয়েছে।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply