“মুন্সীগঞ্জ জেলা বিএনপি এখন সামরিক শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে”– এমন মন্তব্য করেছেন জেলার সিরাজদীখান উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন। আর দলের শীর্ষ ২ নেতার বহিস্কার-অব্যাহতি প্রসঙ্গে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন– “বিএনপির রাজনীতি কি মগের মুল্লুক”। বুধবার সারাদিন মুন্সীগঞ্জ জেলা সদর ও সিরাজদীখান উপজেলা জুড়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিস্কারের দলীয় সিদ্ধান্তের নমুনা টেনে দলটির তৃনমুল নেতাকর্মীরা নানা মুখরোচক সমালোচনা-আলোচনার তীব্র ঝড় তুলেন। সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন ও সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুল্লাহকে বহিস্কার করার জেলা বিএনপির সিদ্ধান্তকে “এ যেন মগের মুল্লুক”- তুলনা করে তৃণমুলের নেতাকর্মীদের মুখে মুখে বৃহস্পতিবার দিনভর অসংখ্যবার নানা মন্তব্য করতে শোনা গেছে। অনেকে হাস্যরসের মধ্য দিয়ে ঠাট্টায় সামিল হন। বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে সিরাজদীখান উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন বলেন- একমাত্র শাসরিক শাসনই যে কোন চলমান কর্মকান্ড স্থগিত করে। উপজেলা পর্যায়ের শীর্ষ ২ নেতাকে বহিস্কারে জেলা বিএনপি সিদ্ধান্ত আর রাজনীতিতে সামরিক শাসকের ইচ্ছা মাফিক শাসন কায়েম একই কথা। তিনি দাবি করেন, গঠনতন্ত্র মতে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিস্কারের সিদ্ধান্ত নিতে পারে না জেলা কমিটি। এটা মগের মুল্লুকের গল্পের মতোই। “মগের মুল্লুক” তৃনমূল নেতাকর্মীরা যথার্থই বলেছেন।
এদিকে, সম্প্রতি এক রাতে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকাস্থ দলীয় অফিসে জেলা কমিটির নেতৃবৃন্দ এক জরুরী বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে ওই রাতেই জেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের মৌখিকভাবে জানায়, জরুরী বৈঠকে জেলার সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অথচ বুধবার জেলা বিএনপির দলীয় প্যাডে সাংবাদিকদের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তি সরবরাহ করা হলে-তাতে সিরাজদীখান বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কারের কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে- সাংগঠনিক কর্মকান্ড চালাতে পারবেন না তারা। আবার মঙ্গলবার রাতে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই ২ শীর্ষ নেতার বিরুদ্ধে জেলা কমিটির সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তি জানানো হয়। তবে- দলীয় প্যাডে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল আজিম স্বপনের নাম কম্পিউটারের মাধ্যমে লিপিবদ্ধ থাকলেও তার সাক্ষর নেই।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের মোবাইল ফোনে বলেন- কার্যকরি কমিটির সভায় ওই দুই জনকে দলীয় পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত হয়েছে। অথচ কে বা কি কারনে প্রেস বিজ্ঞপ্তিতে পদ থেকে না লিখে কর্মকান্ড চালানো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে-লেখা হয়েছে তা আমার বোধগম্য নয়।
শেখ মো.রতন, মুন্সীগঞ্জ থেকে : টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply