মুন্সীগঞ্জে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য

ঈদ সামনে রেখে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য শুরু হয়েছে মুন্সীগঞ্জ। এরই অংশ হিসেবে মাদকসহ বিক্রেতাদের গ্রেপ্তারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মাদকসহ গ্রেপ্তার করা বিক্রেতাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে মাদক আইনে মামলা রুজুর পরিবর্তে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। পুলিশের এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, শহরের দক্ষিণ ইসলামপুরের মাদকের ডিলার ফারুক, শাহিন, রবিন মিয়া ও সোহাগ নামের চারজনকে ৪ পিস ফেনসিডিলসহ আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। পরে ২০ হাজার টাকার বিনিময়ে মাদকের ডিলার ফারুককে ছেড়ে দেয় পুলিশ। এর আগে মুন্সীগঞ্জ নতুনগাঁও এলাকা থেকে ৩ বোতল ফেন্সিডিলসহ শাহীন ও মনির হোসেন নামের ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পরে ৪০ হাজার টাকার বিনিময়ে মাদক আইনে মামলা না দিয়ে মাদক বিক্রেতা শাহিনকে আগের একটি মামলায় এবং মনির হোসেনকে ৫৪ ধারায় আদালতে পাঠায় পুলিশ।

অন্যদিকে সদর থানার অদূরে মুন্সীগঞ্জ হোমিও হল নামের একটি দোকানে প্রতিদিন প্রকাশ্যে স্পিরিট বিক্রি করা হলেও পুলিশ নিশ্চুপ ভূমিকা পালন করছে। এ দোকানে নিয়মিত পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজনকে যাতায়াত করতে দেখা যাচ্ছে। বর্তমান পুলিশ সুপার শাহাবুদ্দিন খান দায়িত্ব গ্রহণের পর মাদক নির্মূলের ঘোষণা দিলেও বর্তমানে মুন্সীগঞ্জের শতাধিক স্পটে প্রতিদিন বসছে মাদক বিক্রির হাট। এসব স্পটে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশী মদ, বিয়ার বিক্রি হচ্ছে দেদার। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সেলফোন রিসিভ না করে তা ব্যস্ত করে দিয়েছেন। পরে এ বিষয়টি পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খানকে অবগত করা হলে তিনি খোঁজ-খবর নেবেন বলে জানান। বলেন, তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মানবজমিন

Leave a Reply