মোজাম্মেল হোসেন সজল: সক্রিয় হয়ে উঠেছে মুন্সীগঞ্জের গজারিয়ার পদ্মা-মেঘনা-গোমতীর জলদস্যু জিতু-সোহেল ও তার বাহিনী। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে নদী পথে যাতায়াতকারী হাজারো নারী-পুরুষ। জিতু বাহিনীর প্রধান জলদস্যু জিতু-সাইফুদ্দিন-সোহেল ও তার দলের সদস্যরা মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া, পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের সোনারগাঁ, চাঁদপুরের মতলব উত্তর ও কুমিল্লার দাউদকান্দি এলাকার মেঘনা-গোমতী নদীতে গণহারে মানুষ খুন-গুম, যাত্রীবাহী লঞ্চসহ বিভিন্ন নৌযানে ডাকাতি, গরু-মাটি বহনকারী ট্রলার ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে।
বর্ষা এলেই এই বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় পদ্মা-মেঘনা-গোমতী নৌপথ। এলাকাবাসী জানায়, জেলার গজারিয়া উপজেলার নদীমাতৃক গুয়াগাছিয়া এলাকায় মৃত হাফেজ রাঢ়ীর ছেলে জিতু, তার দুই ভাই লনি, কলিমউদ্দিন, ভাতিজা ফয়েজ, চাচাতো ভাই গেসু, ছলি ও রেনুসহ কিছু নিকট আত্মীয় নিয়ে গড়ে তুলে একটি সন্ত্রাসী বাহিনী। আধারার কালিরচরের কিবরিয়া তার ভাই মিস্টার মিজি, সোহেল মিজি, সাইফুদ্দিনসহ তার পরিবারের সকল সদস্যই মেঘনা-পদ্মা নদীতে দীর্ঘ দিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এরা বংশগত ডাকাত। নৌ-পথে ডাকাতি, চাঁদাবাজি, খুন রাহাজানিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কিছুদিনের মধ্যই পুলিশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় জায়গা করে নেয় জলদস্যু বাহিনীর প্রধান জিতু-কিবরিয়া-সাইফুদ্দিন-সোহেলও তার দলের সদস্যরা।
জিতু-সাইফুদ্দিন ও তার বাহিনীর সদস্যরা একাধিকবার পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হয়। জেল থেকে বের হয়ে আবার পুরনো পেশায় ফিরে আসে। এ পর্যন্ত দেশের বিভিন্ন থানায় জলদস্যু জিতু-সাইফুদ্দিন-কিবরিয়া ও তার বাহিনীর বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে বলে স্থানীয়রা জানান। বর্তমানে জলদস্যু জিতু ও তার বাহিনীর বিরুদ্ধে চাঞ্চল্যকর হালিম হত্যা, কিশোর সাগর হত্যা, র্যাবের সঙ্গে গোলাগুলি, ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স লুট, শ্যালকের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, চাঁদাবাজিসহ ২০-২৫টি মামলা থাকলেও প্রকাশ্যে পুরো এলাকা দাবড়ে বেড়াচ্ছে এই জলদস্যুরা।
গত ১১ই জুন রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল আধারার কালিরচর এলাকার পদ্মা নদীতে সোহেল-সাইফুদ্দিন মিজি বাহিনী একটি বরযাত্রীর ট্রলারে ডাকাতি করে। মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম একই উপজেলার নতুন বাংলাবাজার এলাকার রাজ্জাক দেওয়ানের মেয়ে রুমাকে বিয়ে করে বাড়ি ফেরার পথে বরযাত্রীর ট্রলারে তারা ডাকাতি করে। এ সময় বর-নববধূসহ ২০ জনকে মারধর করে ২০-২৫ ভরি সোনার গহনা, নগদ ৭৫ হাজার টাকা ও ৩০-৪০টি মোবাইল সেট লুটে নেয় বলে ভুক্তভোগী পরিবারটির দাবি। গত ৩১শে মার্চ গজারিয়ার মেঘনা নদীতে ডাকাতি করতে করতে গিয়ে জলদস্যু জিতু ও তার বাহিনী খুন করে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদী গ্রামের মা-বাবাহীন ১৪ বছরের এতিম কিশোর সাগরকে।
মানবজমিন
Leave a Reply