মুন্সীগঞ্জে সরকার দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে জেলা প্রশাসনের তৈরী হওয়া শীতল সম্পর্ক আরও জটিল রূপ নিয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে জেলার নির্বাচিত ৩ সাংসদ, জেলা আ’লীগ সভাপতিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনুপস্থিতিই তা প্রমান করে।
এমনকি বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অনুপস্থিত থাকা ও তাদের আমন্ত্রন না জানানো ইফতার মাহফিলকে আরো নিস্প্রান হয়ে ওঠে বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবী করেছেন।
এদিকে এ নিয়ে বুধবার আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংস্কুতিক কর্মী, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। জেলা প্রশাসক মো. আজিজুল আলমের একগুয়েমী আচরনের কারনে দীর্ঘদিন ধরেই প্রশাসনের সঙ্গে সরকার দলীয় নেতাকর্মীদের শীতল সম্পর্ক বা দুরত্ব সৃষ্টি হয়ে আসছে।
সরকার দলীয় নেতাকর্মীরা জানান, জেলা প্রশাসনের আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দকে আমন্ত্রন করা হলেও যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রন জানানো হয়নি।
ইফতার মাহফিলে অংশ নেওয়া এক নেতা জানান, সংরক্ষিত মহিলা সাংসদ মমতাজ বেগম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানসহ কয়েকজন নেতা ছাড়া নির্বাচিত ৩ সাংসদ ও আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ অনুপস্থিত ছিলেন।
এছাড়া অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রন না করায় তারা ইফতার মাহফিলে যাননি। জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান জানান, জেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে আমন্ত্রন না করার বিষয়টি জানতে চাওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন সুদুত্তর পাওয়া যায়নি।
জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল-বিন-সামাদ শুভ্র জানান, আ’লীগ নেতৃবৃন্দ ছাড়া সরকার দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রন না পাওয়াটা দুঃখজনক। এছাড়া নির্বাচিত ৩ সাংসদ ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অনুপস্থিত থাকায় ইফতার মাহফিল নিস্প্রান মনে হয়েছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, ব্যস্ততার কারনে হয়তো নির্বাচিত সাংসদ আসতে পারেনি। এছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেন দাওয়াত পায়নি এমন অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আজিজুল আলম জানান, সকলেই দাওয়াত পাওয়া কথা। কেন পায়নি তা দেখা হচ্ছে।
বাংলাপোষ্ট২৪ : আরিফ উল ইসলাম
Leave a Reply