মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার প্রতিটি বাজারে এখন অর্ধেক পানি মিশিয়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে দুধ বিক্রি হচ্ছে। এতে সরকারিভাবে বাজার মনিটরিং করার কেউ নেই। এক শ্রেণীর দুধ ব্যবসায়ীরা দুধ পর্যবেক্ষণকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে বাজারে আসা দুধ সকাল বেলাই কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে সুকৌশলে পানি ও পাউডার মিশায়। এছাড়া খুচরা বিক্রেতা কৃষকরাও ওই সুযোগে বাড়ি থেকেই দুধে পানি মিশিয়ে বাজারে নিয়ে আসে। এলাকাবাসি বাজারের কেনা দুধ খেয়ে টাইফয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এতে শিশুর সংখ্যাই বেশি। উপজেলার ১৪ টি বাজারেই এ ধরনের অসাধু ব্যবসা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ইঞ্ছিনিয়ার কাজী আবদুর ওয়াহিদ।
মুন্সীগঞ্জ নিউজ – আবু বক্কর খান সিদ্দীক
Leave a Reply