মেঘনা নদী থেকে ৮ চাদাঁবাজ আটক

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী বাল্কগেট থেকে চাদাঁ আদায় করার সময় ৮ চাদঁবাজকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রাহাত খান (২৪), মোহাম্মদ আলী (২৩), আবদুস সাত্তার (২৮), আব্দুর রহমান (২৫), জুয়েল (১৯), আলামিন (২৬), কবির (২০) ও রকিব (৩৫)।

এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বাংলানিউজকে জানান, মায়ের তোয়া নামে বালুবাহী বাল্কগেট মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় ইঞ্জিনচালিত ট্রলারে এসে ৮ চাঁদাবাজ চাদাঁ আদায় করছিল। এ সময় নদীতে টহলরত পুলিশ ওই ৮ জনকে আটক করে।

তিনি আরও জানান, এ ঘটনায় বাল্কগেটের সুকানী সেলিম চাদঁবাজি আইনে মামলা দায়ের করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply