মোবাইল ফোনে ডেকে নিয়ে চা বিক্রেতাকে কুপিয়েছে দুস্কৃতকারীরা

মোবাইল ফোনে ডেকে নিয়ে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় রবিন মিয়া (২০) নামে এক চা বিক্রেতাকে কুপিয়েছে দুস্কৃতকারীরা। পুরাতন কাচারী এলাকার শহর জামে মসজিদ মার্কেটের পিছনে শুক্রবার ইফতারের পর এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন গাড়ীর ষ্ট্যান্ডে চা বিক্রি করে।

আহত রবিন জানায়, ইফতারের পর তার মোবাইল ফোনে একটি কল আসে। এ সময় সে নিজ দোকানে চা বিক্রি করছিল। কল করে অপর প্রান্ত থেকে তাকে শহর জামে মসজিদ মার্কেটের পিছনে যেতে বলা হয়। এতে সে চা বিক্রি গুটিয়ে সেখানে ছুটে গেলে পূর্ব থেকে উওপেতে থাকা কয়েকজন দুস্কৃতকারী ধারালো রামদা হাতে পিছন থেকে তার উপর চড়াও হয়। এ সময় তাকে কুপিয়ে দৃস্কৃতকারীরা দৌড়ে পালিয়ে গেলে মার্কেটের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত সদর থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply