মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে সন্ত্রাসীর গোলাগুলি
আনোয়ার হোসেন আনু: মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের জিয়সতলা এলাকায় পুলিশ ও সন্ত্রাসীর গোলাগুলির এক র্পযায়ে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী খসরুকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।পরে দেহ তল্লাসী চালিয়ে তার কাছ থেকে একটি আমেরিকার তৈরী পিস্তল, পিস্তলের ম্যাগজিনে ৫ রাউন্ডসহ ৮ রাউন্ড গুলি ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় সদর থানার ২ এস আইসহ ৩ পুলিশ আহত হয়েছে।
শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষকালে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের ও সন্ত্রাসী খসরু বাহিনী ৮-১০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে পুলিশ জানায়। গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী খসরুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে শীর্ষ সন্ত্রাসী খসরুর ফাঁসির দাবিতে রোববার দুপুর ১ টার দিকে রামপাল থেকে এলাকাবাসী মিছিল নিয়ে এসে শহরে বিক্ষোভ করে এবং থানার কম্পাউন্ডে প্রবেশ করে খসরুর ফাঁসি ও তার সদস্যদের গ্রেপ্তারপূর্বক অস্ত্র উদ্ধারের দাবি করে।
সদর থানার ওসি মো. আবুল বাসার জানান, সদর উপজেলার দেওয়ান বাজার এলাকার সড়ক পথ দিয়ে মোটর সাইকেল যোগে শীর্ষ সন্ত্রাসী খসরু তার ২ সহযোগী নিয়ে শহরের দিকে আসছিল। রাত ১২ টার দিকে এস আই নজরুলের নেতৃত্বে টহল পুলিশের সন্দেহ হলে তারা মোটর সাইকেল গতিরোধ করতে বলে। এ সময় শীর্ষ সন্ত্রাসী খসরু ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে শীর্ষ সন্ত্রাসী খসরু পায়ে গুলিবিদ্ধ হয়ে পুকুরের পানিতে ঝাপ দিলে পুলিশও পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে শীর্ষ সন্ত্রাসী খসরুকে গ্রেফতার করে।
পরে দেহ তল্লাসী চালিয়ে তার কাছ থেকে একটি আমেরিকার তৈরী পিস্তল, পিস্তলের ম্যাগজিনে ৫ রাউন্ডসহ ৮ রাউন্ড গুলি ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।এ সময় তার অপর ২ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় অস্ত্র আইনে ও পুলিশ এ্যাসল্ট আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। মুন্সীগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খসরু’র বিরদ্ধে ৫ টি মামলা রয়েছে। একটি মামলায় তার ৪ বছরের কারাদণ্ড হয়েছে। খসরু রামপাল ইউনিয়নের বল্লালবাড়ি এলাকার সুরুজ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে জমি দখল, অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
বাংলা ২৪ বিডি নিউজ
=================
মুন্সীগঞ্জে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়: শীর্ষ সন্ত্রাসী খসরু গ্রেফতার
মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় এলাকার শীর্ষ সন্ত্রাসী খসরুকে (৩৪) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
এঘটনায় আহত হয়েছেন সদর থানার কনস্টেবল ও ২ উপপরিদর্শক (এসআই)।
শনিবার রাত ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জিয়সতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় খসরুর কাছ থেকে ৮ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল এবং নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত খসরু সিপাহীপাড়ার বল্লাল বাড়ির এলাইচ মিয়ার ছেলে।
গুলিবিদ্ধ খসরুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ২ এসআই ও কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, খসরুর ফাঁসির দাবিতে রোববার সকালে মুন্সীগঞ্জ থানার সামনে ২ দফা বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বাংলানিউজকে জানান, সদর উপজেলার দেওয়ান বাজার এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পুলিশ খসরু এবং তার ২ সহযোগীকে থামতে বলে। এসময় তারা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে খসরু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হলেও অন্য ২ জন পালিয়ে যান।
জানা গেছে, খসরু ৫টি মামলায় মোট ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
===================
মুন্সীগঞ্জে হত্যামামলার আসামি খসরু গ্রেপ্তার, ৫ পুলিশ আহত
মুন্সীগঞ্জের সাজাপ্রাপ্ত ও হত্যাসহ সাতটি মামলার আসামি আমির খসরু (৩২) অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।
শনিবার রাত পৌনে ১২টায় সদর উপজেলার জিহসতলায় এই গ্রেপ্তার অভিযানে গুলিবিদ্ধ দুই পুলিশসহ পাঁচ পুলিশ আহত হন। এ সময় পুলিশও পাল্টা ২০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া আট রাউন্ড গুলিসহ যুক্তরাষ্ট্রের তৈরি সাত দশমিক ৬২ পিস্তল উদ্ধার করে পুলিশ। খসরুর ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়েছে।
এ ঘটনায় এসআই নজরুল, এসআই মোস্তাফা কামাল গুলিবিদ্ধ হয়েছেন। তারা সহ আহত সদর থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক, এসআই মনিরুজ্জামান ও এএসআই মনিরুজ্জামানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসাপতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত খসরুকে ডান হাতে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় কড়া নিরাপত্তায় ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল বাশার জানান, সদর উপজেলার বল্লালবাড়ি গ্রামের সরুজ মিয়ার ছেলে খসরুর বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
“ছয় বছরের সাজাপ্রাপ্ত খসরু আত্মগোপনে থেকে এলাকার অপরাধকর্মকা- চালিয়ে আসছিল।”
সদর থানার সেকেন্ড অফিসার সুলাতান উদ্দিন জানান, পঞ্চসার মোড় থেকে দুই সঙ্গীসহ খসরু মোটর সাইকেলে করে সর্দার পাড়ার দিকে যাচ্ছিল।
এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।
পরে পুলিশ পিছু নেয় এবং পাল্টা গুলি ছোড়ে।
জিহসতলায় নিয়ে খসরু মোটারসাইকেল নিয়ে পড়ে যায়। এই সময় পুলিশের দুইটি গুলি খসরুর পায়ে বিদ্ধ হয়।
তবে খসরুকে ফেলেই তার দু’সঙ্গী পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
========================
মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী খসরু গ্রেফতার, ৪ পুলিশ আহত
মুন্সীগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী চার বছরের সাজাপ্রাপ্ত, ছয়টি মামলায় এজহারভুক্ত আসামি খসরুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে পাল্টাপাল্টি গুলি বিনিময়ে সদর থানার চার পুলিশ কর্মকর্তা আহত এবং সন্ত্রাসী খসরুর গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আট রাউন্ড গুলি একটি বিদেশী পিস্তল, নগদ সাড়ে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া খসরুর ব্যবহৃত পালসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সদর থানার বল্লালবাড়ী গ্রামের সুরুজ মিয়ার ছেলে খসরু দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ব্যবসা এবং সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার রাত পৌনে একটার দিকে খসরু মুন্সিগঞ্জ-মুক্তারপুর সড়কে পঞ্চসার জিয়সতলা এআর ক্লিনিকের সামনে দিয়ে খসরু মুক্তারপুর যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুলের নেতৃত্বে পুলিশের একটি টিম খসরুকে থামতে বলে। খসরু না থেমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে এতে খসরু গুলিবিদ্ধ হয় এবং পুলিশের চার কর্মকর্তা আহত হন।
আহত পুলিশের কর্মকর্তারা হলেন, এসআই নজরুল, এসআই এরশাদ, এএসআই মোহাম্মেল এএসআই মনিরুজ্জামান।এ ঘটনায় এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।
খসরুর অপর দুই সহযোগী গোলাগুলির সময় পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। আহত খসরুকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসী খসরুর গ্রেফতারের খবর পেয়ে চন্দনতলা, সিপাহীপাড়া, শাখারিবাজার, দালালপাড়া, বল্লালবাড়ীসহ পাশবর্তী বিভিন্ন গ্রামের তিন/চারশ’ লোক খসরুর ফাঁসির দাবিতে মিছিল সহকারে থানায় আসে।
খসরু ও তার সন্ত্রাসী বাহিনীর অপহরণ ও নির্যাতনের শিকার আমান, আল আমিন জানায়, খসরু বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তার গ্রেফতকারের খবরে এলাকায় বিভিন্ন বাড়িতে মিলাদ-মিষ্টি বিতরণ চলছে। এলাকায় যেকোনো উন্নয়ন কাজে এদের চাঁদা দিতে হতো বলে অভিযোগ রয়েছে।
বার্তা২৪
=========================
Leave a Reply