কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দ্রিরা এমপি বলেছেন, নারী উন্নয়নের বিকল্প নেই। বর্তমান সরকার নারী উন্নয়নবান্ধব সরকার। বঞ্চিত নারীকে ঈদের আনন্দে অংশীদার করতে সরকার তাদের শাড়ি ও থ্রি-পিস দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। রবিবার গজারিয়া উপজেলার ইমামপুর, গজারিয়া, ভবের চর, টেঙ্গের চর, বালুয়াকান্দি, হোসেন্দি, বাউশিয়া ও গুয়াগাছিয়া এই ৮ ইউনিয়নে ৬ শতাধিক দরিদ্র নারীর মাঝে নতুন উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস বিতরণকালে তিনি এ কথা বলেন।
শাড়ি পাওয়া ইমামপুরের শাহিদা বেগম বলেন, এত দামী শাড়ি যে আমি পড়তে পারব কখনও আশা করিনি।’ ঈদে নতুন পোশাক পরতে কার না মন চায়’Ñ এ উক্তি করে সোনিয়া কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে উপজেলা পরিষদে আয়োজিত উপজেলার উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজিজুল আলম, শিক্ষাবীদ হাফিজউদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার।
জনকন্ঠ
Leave a Reply