৬ শতাধিক নারীকে বস্ত্র বিতরণ

কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দ্রিরা এমপি বলেছেন, নারী উন্নয়নের বিকল্প নেই। বর্তমান সরকার নারী উন্নয়নবান্ধব সরকার। বঞ্চিত নারীকে ঈদের আনন্দে অংশীদার করতে সরকার তাদের শাড়ি ও থ্রি-পিস দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। রবিবার গজারিয়া উপজেলার ইমামপুর, গজারিয়া, ভবের চর, টেঙ্গের চর, বালুয়াকান্দি, হোসেন্দি, বাউশিয়া ও গুয়াগাছিয়া এই ৮ ইউনিয়নে ৬ শতাধিক দরিদ্র নারীর মাঝে নতুন উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস বিতরণকালে তিনি এ কথা বলেন।

শাড়ি পাওয়া ইমামপুরের শাহিদা বেগম বলেন, এত দামী শাড়ি যে আমি পড়তে পারব কখনও আশা করিনি।’ ঈদে নতুন পোশাক পরতে কার না মন চায়’Ñ এ উক্তি করে সোনিয়া কান্নায় ভেঙ্গে পড়েন।

পরে উপজেলা পরিষদে আয়োজিত উপজেলার উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজিজুল আলম, শিক্ষাবীদ হাফিজউদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার।

জনকন্ঠ

Leave a Reply