বন্দরে প্রবাস ফেরত যুবককে হত্যার ঘটনায় নিহতের প্রেমিকাসহ গ্রেফতার-২

নারায়ণগঞ্জের বন্দরে প্রবাস ফেরত রতন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ১৯দিন পর মামলার এজাহার ভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল নিহতের প্রেমিকা খাদিজা আক্তার রুমা ও তার চাচাত ভাই আবদুল হালিম। সোমবার রাতে ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।

বন্দর থানার ওসি আকতার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খাদিজা আক্তার রুমা মুন্সীগঞ্জ জেলার তেঁতুলতলা এলাকার আমির হোসেনের মেয়ে এবং অঅবদুল হালিম একই এলাকার মনিরু হোসেনের ছেলে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই দুপুরে রতন ও রুমা মুন্সীগঞ্জ থেকে পালিয়ে নারায়ণগঞ্জের বন্দরে রতনের খালার বাড়িতে বিয়ে করতে আসে। এ খবর পেয়ে রুমার আত্মীয়-স্বজনরা বন্দরে এসে রতনকে মারধর করে। গুরুতর আহতবস্থায় রতনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রতন মারা যায়।

ওই ঘটনায় নিহতের ভাই নূরু মিয়া বন্দর থানায় মামলা করতে চাইলে পুলিশ তাকে অপমৃত্যু মামলা করতে বলে। পরে আদালতে নিদের্শে গত ১ আগষ্ট ৮ জনের নামে মামলা নেয় বন্দর থানা পুলিশ।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply