সেপটিক ট্যাংকে নেমে শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচক গ্রামের চাঁন মিয়ার ছেলে খলিল (৩০) এবং একই এলাকার হক মিয়ার ছেলে আল আমিন (২৮)।
গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১০টার দিকে তেতুঁইতলা গ্রামের নুর হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন খলিল। তার কোনো সাড়া না পেয়ে পরে নামের আল আমিন।
এরপর আর কেউ না নেমে বাঁশের মাথায় দড়ি বেঁধে ট্যাংকের ভেতর থেকে তাদের মৃতদেহ দু’টি তুলে আনে।
ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত ছাড়া স্বজনরা লাশ নিয়ে গেছে।
ওসি বলেন, বাড়ির মালিক নুর হোসেনের স্ত্রী মাকসুদা আক্তার বাদী হয়ে এই ঘটনায় গজারিয়া থানায় অপমৃত্যু মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
================
গজারিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতুইতলা গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে ওই বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-কুমিল্লার হোমনা থানার চাঁন মিয়ার ছেলে খলিল (৩০) ও একই এলাকার হক মিয়ার ছেলে আলামিন (২৮)। তারা তেতুইতলা এলাকার একটি বস্তিতে বসবাস করতেন।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, সকালে খলিল ও আলামিন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন মিয়ার বাড়ির বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ট্যাংকের ভেতরে নামেন। এর কিছুক্ষণের মধ্যে ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসের প্রভাবে ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ২টি উদ্ধার করেছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
=====================
মুন্সীগঞ্জে সেভটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে ২ জনের মৃত্যু
মুন্সীগঞ্জের গজারিয়ার তেতুইতলা গ্রামে বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন মিয়ার বাড়ির সেপটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে খলিল (৩০) ও আলামিন (২৮) নামের ২ যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দুপুর ১টার দিকে গিয়ে মৃত ২ যুবকের লাশ উদ্ধার করেছে। খলিলে পিতার নাম মৃত চানঁ মিয়া ও আলামিনের পিতার নাম হক মিয়া। তাদের বাড়ি কুমিল্লার হোমনা থানায়। তারা তেতইতলা এলাকার একটি বস্তিতে বসবাস করতো।
গজারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন মিয়ার তেতইতলা গ্রামের বসতবাড়ির পয়লেটের ট্যাংকির ময়লা পরিস্কার করার জন্য খলিল ও আলামিন ট্যাংকির ভেতরে নামে।
ট্যায়কির ভেতরে নামার পরই বিষাক্ত গ্যাসের কারনে বের হওয়ার আগেই বিষক্রিয়া খলিল ও আলামিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় গজারিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
আরিফ উল ইসলাম : বাংলাপোষ্ট২৪
Leave a Reply