বুধবার রাতে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ২ নারীর মালপত্র ছিনতাই ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এসময় স্পিডবোট চালক যাত্রীর শিশু সন্তানকে জিম্মি করে শুধু মালপত্র লুট করে এবং এক নারীকে পদ্মা নদীতে ২ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বরিশাল যাওয়ার পথে বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়া থেকে স্পিডবোটে মাদারীপুরের কাওরাকান্দির উদ্দেশে রওনা হন ২ বোন সেলিনা ও ময়না।
দেড়শ’ টাকা করে ভাড়া নির্ধারণ করে ওই স্পিডবোট চালক আর কোনো যাত্রী না নিয়েই রওনা হয় কাওরাকান্দির উদ্দেশে।
স্পিডবোটটি মাঝ পদ্মায় পৌঁছাতেই ময়নার শিশুকন্যা সীমাকে জিম্মি করে চালক ময়না ও সেলিনাকে বেদম মারধর করে। চালক এসময় তাদের কাছে থাকা সাড়ে ৬ হাজার টাকা, মোবাইল ফোন লুট করে।
পরে কাউকে কিছু না বলার শর্তে ওই চালক ২ বোনসহ শিশুটিকে কাওরাকান্দিগামী আরেকটি ট্রলারে উঠিয়ে দিতে একটি চলন্ত ট্রলারের কাছে নিয়ে যায়। এসময় শিশুসহ ময়না ওই ট্রলারে উঠেই ছিনতাইকারী বলে চিৎকার করলে আরেক বোন সেলিনাকে নিয়ে লুটেরা চালক দ্রুত স্পিডবোট চালিয়ে পালিয়ে যায়। পরে চালক সেলিনাকে পদ্মা নদীর মধ্যে ২ ঘণ্টা আটকে রেখে বেদম মারধর করে। এর একপর্যায়ে জীবননাশের হুমকি দিয়ে তাকে কাওরাকান্দিগামী একটি ফেরিতে উঠিয়ে দেয়।
রাত আনুমানিক ১১টায় সেলিনা কাওরাকান্দি ঘাটে পৌঁছান। সেলিনার চোখে হাতে ক্ষত চিহ্ন দেখা গেছে। পরে তারা মাইক্রোবাসে চড়ে বরিশালের উদ্দেশে রওনা হন।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ওই স্পিডবোট চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
সকালে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply