এক মাঠে দুই খেলা : সিরাজদীখানে বিএনপি-ছাত্রলীগ মুখোমুখি

একই দিনে একই মাঠে পৃথক ২ ফুটবল টুর্নামেন্টের আয়োজন কেন্দ্র করে সিরাজদীখান উপজেলার রাজানগরে বিএনপি ও ছাত্রলীগ সমর্থিত দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। উভয় গ্রুপের মধ্যে বৃহস্পতিবার উত্তেজনা বিরাজ করে। রাজানগর ইউনিয়নের সৈয়দপুর আবদুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ফেরদৌস আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার আয়োজন নিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ বিকেলে একই স্থানে পৃথক ওই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফেরদৌস আলম স্মৃতি সংসদের সভাপতি, রাজারগর বিএনপির নেতা ও ইউপি সদস্য শাহীন আলম জানান, মাসখানেক ধরে তাদের ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে বিদ্যালয়টির মাঠে। এদিকে রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুকুমার মণ্ডল আজ শুক্রবার বিকেলে একই মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ইউএনওর কাছে অনুমতি চেয়ে বৃহস্পতিবার লিখিত আবেদন করেছেন বলে জানান সিরাজদীখান থানার অফিসার্স ইনচার্জ মো. মাহবুবুর রহমান। তিনি জানান, ফেরদৌস আলম স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ফুটবল খেলা চালিয়ে আসছে।

সিরাজদীখান উপজেলার ইউএনও আবুল কাশেম বলেন, দু’পক্ষই প্রশাসনের অনুমতি ছাড়া ফুটবল খেলার আয়োজন করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Leave a Reply