পুলিশ পেটানো বখাটে পিয়াজু দেলু ৭দিনেও গ্রেফতার হয়নি

মুন্সীগঞ্জে পুলিশ পেটানো বখাটে দেলোয়ার হেসেন ওরফে পিয়াজু দেলু ৭ দিনেও গ্রেফতার হয়নি। এই আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী এই বখাটেকে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে উল্লেখ করে সদর থানার ওসি আবুল বাশার জানান, পিয়াজু দেলুকে গ্রেফতারে সব চেষ্টাই চলছে। আহত গজারিয়া থানার পুলিশ কনস্টেবল মো. সজিবকে (২৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরেছে। তবে এই ঘটনায় মুন্সীগঞ্জের গোটা পুলিশের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ।

গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, কনস্টেবল মো. সজিব (কনস্টেবল নং ৪৯১) থানার ডাক গত শনিবার মুন্সীগঞ্জে পৌছে দিয়ে গজারিয়া ফেরার জন্য শহরের বাজার এলাকার চরকিশোরগঞ্জের স্কুটার স্যান্ডে স্কুটারের জন্য অপেক্ষা করছে। আকস্মিক পিয়াজু দেলু এসে প্রহার করে। পোষাকপড়া পুলিশের ওপর এই প্রহারের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা বিস্মিত হয়।

আলোচিত এই ঘটনায় সাত দিনেও পিয়াজু দেলু গ্রেফতার হওয়া নিয়ে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।

তবে পুলিশের একটি সূত্র দাবী করেছে-ক্ষমতাসীন একটি স্বার্থানেষী মহল তাকে রক্ষার অপচেষ্টায় দৌড়ঝাপ শুরু করেছে।

তবে মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন জানান, দেলোয়ার হেসেন ওরফে পিয়াজু দেলু আওয়ামী লীগের কেউ নন।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply