খুনি ডাক্তার মুন্নির ভূল অপারেশনে মৃত প্রসূতির দাফন স্বম্পন্ন

ব.ম শামীম: মুন্সীগঞ্জের খুনি ডাক্তার মুন্নির ভূল অপারেশনে মৃত প্রসূতি রোকসানা বেগম (৩০) এর দাফন গতকাল শনিবার স্বম্পন্ন হয়েছে। সকাল ১০ টায় জানাজা শেষ তাকে স্বামীর নিজ গ্রাম পানহাট্টা কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার গভীর রাতে নিহতের লাশ পানহাট্টা গ্রামে আনা হলে রাত হতেই আশে পাশের লোক জড়ো হতে থাকে। সকাল হওয়ার সাথে সাথে মরহুমের লাশ দেখার জন্য পানহাট্টা গ্রামের লোকের ঢল নামে। এ সময় মরহুমের লাশকে ঘিরে কান্নার রোল পরে যায়।

নিহত রোকসেনার ছেলে রাহাত (১১) এর গগন ফাটানো চিৎকারে উপস্থিত সকলের চোখ বেয়ে পানি পরতে দেখা গেছে। এ সময় খুনি ডাক্তার মুন্নিকে সবাই তিরস্কার করতে থাকে। উপস্থিত অনেকের মুখে শুনা যায় এ ঘাতক ডাক্তারের হাতে আর কতো প্রসূতি ও নবজাতকের প্রান দিতে হবে? নির্ভরযোগ্য সূত্রে জানাযায় এ অনভিঞ্জ ঘাতক ডাক্তারের হাতে টঙ্গীবাড়ী ইউনাইটেড ক্লিনিক, পঞ্চসার এ আর ক্লিনিক, একতা, সিপাহীপাড়া বিক্রমপুর ক্লিনিক এন্ড ডাযগোনেষ্টিক সেন্টার সহ আন্যান্য ক্লিনিকে ভূল চিকিৎসায় অন্তন্ত ১১ জন প্রসূতি মা ও নবজাতকের মৃত্যূর অভিযোগ রয়েছে।

আধিকাংশ ঘটনার সুস্থ তদন্ত ও বিচার হয়নি বলে পূর্বে নিহত হওয়া প্রসূতিদের আপ্তিয় স্বজনদের মধ্যে তিব্র ক্ষোভ বিরাজ করছে । তবে গত ২৪ শে আগষ্ট শুক্রবার উল্লেখিত ডাক্তার মুন্নি মুন্সীগঞ্জের সদর উপজেলার নৈরপুকুরপাড় গ্রামের জাহাঙ্গীর এর স্ত্রী লিমিয়ার পেট কেটে মৃত বাচ্চাকে বের না করে পূর্নরায় সেলাই করে দিয়ে স্থানন্তর করে দেওয়ার ঘটনায় রোগীর মামা ফখরুদ্দিন মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ মুন্নিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে। আদালত মুন্নিকে এ ঘটনায় ২৫ আগষ্ট শনিবার জেল হাজতে প্রেরন করে। পরে ৩ লক্ষ টাকা রফাদফার মাধ্যমে জামিনে মুক্তি পান মুন্নি। জামিনে মুক্তি পাওয়ার ৪ দিন পরেই উক্ত ঘাতক ডাক্তার ভূল চিকিৎসায় ঝরে গেলো আরেক প্রসুতি রোকসানার প্রান। এই ঘাতক ডাক্তার ২০ শে আগষ্ট সদর উপজেলার পানহাট্টা গ্রামের কাবিল মাদবর এর স্ত্রী রোকসানা (৩০) এর সিজার করেন। তার ভূল চিকিৎসার কারনেই ১১ দিন মৃত্যূর সাথে পঞ্জা লড়ার পর ৩১ শে আগষ্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি রোকসান শেষ নিংশ্বাস ত্যাগ করেন।

==================

ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু মুন্সীগঞ্জে লাশ নিয়ে মিছিল ক্লিনিক ভাংচুর

প্রাইভেট ক্লিনিকে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় মুন্সীগঞ্জ শহরের সিপাহিপাড়া এলাকায় বিক্রমপুর ক্লিনিকে ভাংচুর ও লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার পানহাটা গ্রামে প্রসূতি রোকসানার লাশ আনা হয়। এ সময় রোকসানার স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। পরে বিক্ষুব্ধ জনতা প্রসূতির লাশ নিয়ে মিছিল করে। মিছিলটি পানহাটা গ্রাম থেকে সিপাহিপাড়া এলাকায় বিক্রমপুর ক্লিনিকের সামনে এলে বিক্ষুব্ধ জনতা ক্লিনিকের ভেতর ভাংচুর চালায়। গতকাল শনিবার সকালে পানহাটা জামে মসজিদে প্রসূতি রোকসানার জানাজা শেষে মসজিদের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। অনভিজ্ঞ ডাক্তার নাসিমা আক্তার মুন্নীর ভুল চিকিৎসার কারণে সংকটাপন্ন রোকসানা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। রোকসানা সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামের কাবিল মাতবরের স্ত্রী।

ওসি মো. আবুল বাসার জানান, নিহতের স্বজনরা অভিযোগ করলে নিয়মিত মামলা করা হবে। এর পর দায়ী ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

সমকাল

Leave a Reply