ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ২০০ বেসাল দিয়ে চলছে ব্যাপক হারে পোনা নিধন। এছাড়াও কারেন্ট জাল বিল ঘের দিয়ে চাই পেতে উন্মক্ত স্থানে জাল টেনে ব্যাপক হারে মাছের পোনা নিধন করা হচ্ছে।
সরোজমিনে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে মোকামখোলা,রংমেহার স্বিদ্ধেশ্বরী, পাচঁগাঁও, কামাড়খাড়া, হাসাইল,যশলং এলাকায় বেসাল গুলতে প্রচুর পরিমান রুই,কাতল,সিলভার কাপ এর পোনা পাওয়া যাচ্ছে। এই মৌসুমে মাছের পোনা না ধরার শর্তে সরকার চাল সহ অন্যান্য অর্থিক সহয়তা প্রদান করলেও নির্বিচারে চলছে মাছের পোন নিধন।
স্থাণীয় জনগন জানান , কিছু দিন আগে সরকারীভাবে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। যে গুলো বর্তমানে পানি কমার সাথে সাথে ঢালু অঞ্চলের দিকে নামছে আর এ সুযোগে বেসাল দিয়ে উক্ত পোনা মাছ গুলো নিধন করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানগুলোতে জেলেদের বেসাল বসানোর জন্য ভাড়া আদায় করছে এক শ্রেনীর ব্যাক্তিবর্গ। উপজেলার চাঠাতি পাড়া রাস্তার ব্রীজের নিচে ভেসাল দিয়ে মাছ ধরছেন জেলে আলি আকবর। সে জানায়, ঝিনাইসার মাদ্রাসাকে ৫ হাজার টাকা দেওয়ার শর্তে সে এ স্থানে বেসাল পাতার অনুমতি পেয়েছেন।
সে আরো জানায়, যে স্থানে মাছ বেশি পাওয়া যায় উক্ত স্থানগুলোর মালিক কিংবা স্থাণীয় লোকজনকে টাকা দেওয়ার বিনিময়েই ভেসাল পাততে হয় জেলেদের। এ ছাড়াও উন্মুক্ত স্থানে জাল টেনে জেলেরা ব্যাপক হারে পোনা মাছ নিধন করছেন।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা মৎস কর্মকর্তা মফিজউল্লাহ জানান,বেসালে ব্যাপকহারে মাছের পোনা পাওয়ার ব্যাপারে আমার জানা নেই। যে সমস্ত বেসাল পোনা মাছ নিধন করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply