গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ পরিদর্শনে এলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দিবাগত রাত ১ টায় জেলার গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড সংলগ্ন মেঘনা সেতুতে পৌছেন যোগাযোগ মন্ত্রী। এ সময় মন্ত্রী সেতুর মেরামত কাজের অগ্রগতি ও গুনগত মান সম্পর্কে খোঁজ খবর নেন। এদিকে, মেঘনা সেতুর মেরামত কাজ আগেই শুরু হলেও মঙ্গলবার মধ্য রাতে মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ শুরু করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে মেঘনা সেতুর মেরামত কাজ শুরু হয়।
এর ৪ দিনের মাথায় মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় মেঘনা-গোমতী সেতুর সংস্কার শুরু করা হয়। মহাসড়কের ব্যস্ততম ওই দু’টি সেতুরই মেরামত কাজ হচ্ছে সেনা বাহিনীর তত্বাবধানে। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের গভীর রাত ২ টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট সংলগ্ন মেঘনা-গোমতী সেতু এলাকায় ছুটে যান। সেখানে সেনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের সঙ্গে মহাসড়কের ব্যস্ততম এ সেতুর মেরামত কাজ সম্পর্কে আলাপচারিতা করেন। উভয় সেতু পরিদর্শন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার আনারপুরা এলাকাস্থ একটি রেষ্টুরেন্টে রাতের খাবার খান যোগাযোগ মন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সেনা বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ, হাইওয়ে পুলিশের ডিআইজি হুমায়ুন আহমেদ, সার্কেল বেলায়েতসিকদর, মেজর জাহিদ, সেকেন্ড লে. সাব্বির প্রমুখ।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply