ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের এম আর মিলন খান এর ২৯ শতাংশ চাষী পুকুরে বিষ প্রয়োগ করে গতকাল বৃহস্পতিবার মাছ মেরে ফেলছে দূর্বত্তরা। এ ব্যাপারে মিলন খানঁ বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
সরোজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের কচুরী পানার মাঝে কিছু মাছ মরে ভেষে আছে। স্থাণীয়ভাবে জানাযায়, উক্ত পুকুরটি দির্ঘ দিন যাবৎ সরকার হতে লীজ নিয়ে মিলন খানঁ ভোগ দখল করে আসছে। কিন্তু বর্তমানে শিলমপুর গ্রামের মৃত সামাদ বেপারীর পুত্র তফজল, আফজল, আমির ও শাহিন গং জোর পূবর্ক পুকুরটি দখল নেওয়ার পায়তারা করছে। এর র্পূবে তারা বেশ কয়েকবার পুকুরের মাছ মারার হুমকি দিয়েছিলো। ইতিপূব্র্ েএ ব্যাপারে টঙ্গীবাড়ী থানায় মিলন খান বাদী হয়ে দুইটি সাধারন ডায়েরী করেন।
Leave a Reply