ঘুষ নিয়ে ধর্ষককে ছেড়ে দেয়ায় ভাসানটেক থানার ৩ পুলিশ ক্লোজড

কিশোরী ধর্ষণ
১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় রাজধানীর ভাসানটেকে চলছে তোলপাড়। ধর্ষণের ঘটনা ঘটিয়েছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। তার নাম আরব আলী। অভিযোগ করা হচ্ছে- পুলিশ ধর্ষিতার পরিবারের মামলা নেয়নি। উল্টো ধর্ষককে গ্রেপ্তারের পর টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে দু’পক্ষের মধ্যে। ঘটনার ৪ দিন পর অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- এসআই শেখ ফরিদ উদ্দিন, এএসআই আব্দুর রহিম মিয়া এবং এসআই এজাজুল হক।

ভাসানটেক থানার ওসি হোসনে আরা বেগমের বিরুদ্ধে আড়াই লাখ টাকা ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। ওদিকে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক আরব আলী। ঘটনা ধামা-চাপা দিতে ধর্ষিতাসহ ওই পরিবারের সদস্যদের পাঠিয়ে দেয়া হয়েছে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। এলাকাবাসী জানায়, দাদা-নাতির সম্পর্ক গড়ে কিশোরীকে এর আগে ৩ বার ধর্ষণ করা হয়েছে। সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে গত ৩০শে আগস্ট। স্থানীয়রা অভিযোগ করেছেন বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর পুলিশ ধর্ষিতার পরিবারকে অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছিল। পুলিশের ভয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

গতকাল সরজমিনে ভাসানটেক এলাকায় গিয়ে জানা যায়, ধর্ষক আরব আলী কচুক্ষেত পুরান বাজারের সি,বি ২৫৫ নম্বর বাড়ির কেয়ারটেকার। ৬তলা বিশিষ্ট বাড়ির ৬ষ্ঠ তলার ৩টি রুমে ভাড়াটিয়ারা থাকেন। একটি রুম ভাড়া দেয়া হয়নি। ওই রুমে আরব আলী নানা অপকর্ম করতো। রুমে একটি ছোট বিছানা আছে। তার পরিবার থাকে পাশের একটি টিনশেড বাসায়। ২৫৫ নম্বর বাসার পাশেই হাজী সৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয় (সাবেক লালাসরাই উচ্চ বিদ্যালয়)। ওই স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ তলায় আনা হয়েছিল। ৩য় তলার বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, সকালের দিকে স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পরে মেয়েটি স্কুলে না গিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে সে তার মাকে বিষয়টি জানায়। তার মা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে বিচার চান। কিন্তু সারাদিন খুঁজেও এলাকাবাসী দারোয়ান আরব আলীকে খুঁজে পায়নি। পরে রাত ১০টার দিকে তাকে ৬ষ্ঠ তলার একটি রুম থেকে বের করা হয়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে আরব আলীকে নিয়ে যায়। সাদ্দাম জানান, প্রায় আড়াই লাখ টাকার বিনিময়ে বিষয়টি ম্যানেজ করা হয়েছে। এ টাকার একটি বড় অংশ পেয়েছে পুলিশ। কিছু টাকা এলাকার প্রভাবশালীদের পকেটে গিয়েছে। প্রতিবেশী বাসেদ জানান, আরব আলী এর আগে একাধিকবার ওই মেয়েকে একই রুমে নিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণের পর সে রুম থেকে বের হচ্ছিল না। এলাকার সিরাজুল ইসলাম, মামুন, চান্দি এবং হুমায়ুনের ছেলেসহ কয়েকজন গিয়ে আরবকে রুম থেকে বের করে আনে।

পরে তাকে ধর্ষিতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আরবের এক আত্মীয়ের বাসায় বৈঠক বসানো হয়। ওই এলাকার সোলেমান এবং কিরণ জানান, ঘটনার সময় আমরা এলাকার বাইরে কাজে ছিলাম। মোবাইল ফোনে ঘটনা শুনেছি। পরে রাতে দেখলাম, এলাকার মাস্তান টাইপের লোকজন বিষয়টি নিয়ে বৈঠক করছে। কচুক্ষেত এলাকার দোকানদার মোশারফ হোসেন জানান, যা দেখেছি বা শুনেছি তা নিয়ে কোন মন্তব্য করতে পারবো না।

কারণ, আমি এ এলাকায় দোকানদারি করি। সত্য কথা বললে হয়তো আমার পক্ষে এখানে দোকানদারি করা সম্ভব হবে না। আব্দুর রহিম এবং সেলুন দোকানদার শ্রী বাবু একই ধরনের তথ্য জানিয়ে বলেন, দেখেছি- পুলিশ এসে আরব আলীকে ধরে নিয়ে যাচ্ছে। ২৫৫ নম্বর বাসার ২য় তলার গৃহবধূ রোকশানা জানান, এ বাসার ৬ষ্ঠ তলার একটি রুমে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল আরব আলীকে বাসায় গিয়ে পাওয়া যায়নি। আরব আলীর ছেলে মোবারকের স্ত্রী জানান, ঘটনার পর থেকে আরব আলী বাসায় আসে না। কোথায় আছে বলতে পারবো না। তার মোবাইল নম্বরও আমাদের জানা নেই। ধর্ষিতার ভাই খোকন জানান, ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম না।

পরে বিষয়টি জানতে পারার পর আমরা বিচার চেয়েছি। কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। পুলিশ ঘুষ নিয়ে ধর্ষককে ছেড়ে দিয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনাটি খুবই স্পর্শকাতর। আসামিকে থানায় ধরে নিয়ে আসার পর থানা পুলিশের উচিত ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো। তারা তা না করে আসামি ছেড়ে দিয়েছে। কেন আসামি ছেড়ে দেয়া হলো জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় তদন্তে পল্লবী জোনের সহকারী কমিশনার শাহ ইফতেখারকে দায়িত্ব দেয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা শাহ ইফতেখার জানান, প্রায় ৬০ বছর বয়সী বৃদ্ধের সঙ্গে ১১ বছরের কিশোরীকে জড়িয়ে পুরান কচুক্ষেতে একটি স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে। তারা সম্পর্কে দাদা-নাতি। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হচ্ছিল। স্থানীয় লোকজন গিয়ে সেখানে হৈ-হুল্লোড় শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েকজনকে থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এখানে টাকা লেন-দেনের কোন বিষয় ছিল কি-না তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। ভাসানটেক থানার ওসি হোসনে আরা বেগম জানান, ঘটনা শোনার পর আবর আলী এবং ভিকটিমের বাবা বাবুল মিয়াসহ কয়েকজনকে থানায় আনা হয়। থানায় তারা কোন অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে কোন মামলা করবেন না বলেও বাবুল মিয়া স্বীকারোক্তি দেন।

এ কারণে তাদের ছেড়ে দেয়া হয়েছে। এখানে কোন আর্থিক লেন-দেনের ঘটনা ঘটেনি। কেন ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলো- জানতে চাইলে ওসি বলেন, আমাদেরকে না জানিয়ে ডিসি অফিস থেকে তদন্ত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছে, তারা থানা এলাকায় থাকলে বিষয়টির তদন্তে প্রভাব পড়তে পারে। এ কারণে হয়তো তাদের প্রত্যাহার করা হয়েছে। ভাসানটেক থানার ইন্সপেক্টর তদন্ত হেলাল উদ্দিন বলেন, প্রকৃত ঘটনা জানতে উভয়পক্ষকে থানায় আনা হয়। পরে জানা যায়, কোন ধর্ষণের ঘটনা ঘটেনি। একটি বিশেষ মহল বিষয়টি নিয়ে অপপ্রচার চালিয়েছে।

মানবজমিন

Leave a Reply