ব.ম শামীম: টঙ্গীবাড়ী উপজেলার বারৈইপাড়া ও লাখারং গ্রামবাসী মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ৫ দিন পূর্বে ব্রাক্ষনভিটা স্কুল মাঠে বারৈইপাড়া গ্রামের রফিক ও লাখারং গ্রামের রুবেলের মধ্যে কাটাকাটি হয়।
এর জের ধরে গতকাল শনিবার দুপুরে রফিক উপজেলার আনন্দ বাজার হতে ফেরার পথে রুবেল ও তার দলবল মারধর করে। এ খবর ছড়িয়ে পরলে দুই গ্রামের লোকজন লাটি সোটা রানদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্র“পের রুবেল রিপন রফিক আমিনুল সুমন রফিকুল রাজিব খায়ের জালাল সহ কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ৩ ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ দেওয়ান জলিল শিকদার ও মো. হাফিজ সেখ উপস্স্থিত হয়ে পুলিশ খবর দিয়ে পরিস্থিতি নিয়ন্্রনে আনে।
Leave a Reply