টঙ্গিবাড়ীতে সরকারি জমিতে ভবন নির্মাণ করছেন আ’লীগ নেতার ভাই

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ২০ শতাংশ সরকারি জমির ওপর এক আওয়ামী লীগ নেতার ছোট ভাই বহুতল ভবন নির্মাণ করছেন। রোববার দুপুরে ভূমি অফিস ওই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। প্রকৃত লিজ গ্রহীতাকে জোরপূর্বক উচ্ছেদ করে ভূমি অফিসের অনুমতি ছাড়াই সরকারি জমির ওপর কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির আলীর ছোট ভাই মোতালেব শেখ ইতিমধ্যে ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছেন।


কিছুদিন আগে মোতালেব শেখ ওই ভবন নির্মাণ কাজ শুরু করলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে টঙ্গিবাড়ী উপজেলার ধামারন গ্রামে। টঙ্গিবাড়ী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের সত্যতা খুঁজে পেয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ভূমি অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম সরেজমিন তদন্তে গেলে সরকারি জমিতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের সত্যতা পান। তদন্ত শেষে নির্মাণস্থলে দাঁড়িয়েই সার্ভেয়ার তাৎক্ষণিক ভবনের বাকি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। সার্ভেয়ার নজরুল ইসলাম জানান, ভবন নির্মাণের অনুমতি, জমির মালিকানার দলিল বা লিজ প্রাপ্তির কাগজপত্র দেখতে চাইলে মোতালেব শেখ তা দেখাতে শেখ ব্যর্থ হন।

ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে হেলাল উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি ধামারন গ্রামের ২০ শতাংশের ওই সরকারি জমিটির লিজ নেন। সম্প্রতি আওয়ামী লীগ নেতার ভাই হেলাল উদ্দিনের পরিবারকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করেন। পরে তিনি ওই জমিতে বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন।

এ ব্যাপারে লিজ গ্রহীতা হেলাল উদ্দিন মোল্লা টঙ্গিবাড়ী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মনিরা হক সার্ভেয়ার নজরুল ইসলামকে সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তদন্ত শেষে হেলাল উদ্দিন মোল্লার লিজকৃত সরকারি জমিতে মোতালেব শেখের নির্মাণাধীন ভবনের বাকি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন সার্ভেয়ার নজরুল ইসলাম। এ ব্যাপারে মোতালেব শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের ভবন নির্মাণের অনুমতি ও জমির মালিকানার কোনো কাগজ দেখাতে পারেননি। তিনি বলেন, এই জমি আমি কিনেছি।

সমকাল

Leave a Reply