শ্রীনগরে সন্ত্রাস কবলিত জনপদ বাঘরা আবারো অশান্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সন্ত্রাস কবলিত জনপদ বাঘরা অশান্ত হয়ে উঠেছে। একের পর এক খুন, ডাকাতি ও সংঘর্ষের ঘটনায় এখানকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পরেছে। চলছে নীরব চাঁদাবাজি। গত ৮ মাসে বাঘরা ইউনিয়নে ৪টি খুন, ২টি দুর্ধর্ষ ডাকাতি ও এক ডজন সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বগ্রাসী-পদ্মা নদী ঘেষা শ্রীনগর উপজেলার এ বাঘরা দাবিয়ে বেড়াচ্ছে পৃথক সাতটি সন্ত্রাসী বাহিনী। পুলিশ-প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মদদে এখানে চলে সন্ত্রাসের লালন-পালন। খোদ শ্রীনগর থানার অফিসার্স ইনচাজ মো: মিজানুর রহমানের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসী বাহিনীর মদদের এলাকাবাসীর এমন অভিযোগ। নিরিহ-অস্বচ্ছল ও অক্ষমতাসীন সাধারণ মানুষ হলে মামলা নিতে অকপটে অপারগতা জানায় শ্রীনগর থানা-পুলিশ। বাঘরা ইউপির চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে ওসির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে সেখানে চেয়ারম্যানের সমর্থিত একটি সন্ত্রাসী বাহিনী বীরদর্পে প্রকাশ্য দিবালকে চালাচ্ছে অস্ত্রের ঝনঝনানি। এখানকার মানুষদের সকালের ঘুম ভাঙ্গে বোমা ও গুলির শব্দে।

সরেজমিনে বাঘরা ইউনিয়নের গ্রামগুলো ঘুরে দেখা গেছে, সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি সন্ত্রাস কবলিত বাঘরার নিরীহ জন সাধারান। ছোট-বড় প্রত্যেক বাহিনীকেই চাঁদা দিতে হচ্ছে। সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের রয়েছে বেশ সখ্যতা থাকার কারণে এখানে চাঁদাবাজদের চাহিদা মেটাতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। জন-সাধারনকে জিম্মি করে এ অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে বাঘরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের সমর্থিত শাহীন গ্রুপ, নুরুল হক গ্রুপ, স্থানীয় নেতা পিন্টু গ্রুপ, বাঘরা বিএনপির সভাপতি শামসু খা’র সমর্থিত তাজেল গ্রুপ, রউফ ওরফে রবা ডাকাতের গ্রুপ,সাদ্দাম ও মামুন গ্রপ। এই সাতটি সন্ত্রাসী বাহিনী সাম্প্রতিক কালে চাঁদাবাজি, ডাকাতি ও খুনের উম্মাৎ মহোৎসবে মেতে উঠেছে।

শ্রীনগর থানায় গিয়ে জানা গেছে, গত ৮ মাসে বাঘরায় শাহীন গ্রুপের হাতে খুন হয় স্কুল পরুয়া ছাত্রী মৌসুমী। এছাড়া ওরশেদ আলী হত্যা, মামুন গ্রুপের হাতে সংঘটিত আনসার হত্যা ও তাজেল গ্রুপের গুলিতে বাঘরা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর খুনের ঘটনায় বাঘরা অশান্ত-উত্তপ্ত হয়ে উঠছে।

গত ১৩ জুলাই গভীর রাতে বাঘরা বাজারে সাম্প্রতিককালের সবচেয়ে লোমহর্ষক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেখানে ৫টি জুয়েলারীসহ পৃথক সাতটি দোকান থেকে দেড়’শ ভড়ি স্বর্ণালংকার, ৭’শ ভরি রুপার অলংকার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা লুটে নেয় ডাকাত দল।

এদিকে,গত ১৬ আগষ্ট দিবগত রাত ২ টার দিকে ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের সৌদি প্রবাসী সামাদ সিকদারের বাড়ীতে সন্ত্রাসী হামলা চালানো হয় । সন্ত্রাসীরা এসময় প্রবাসীর স্ত্রী সাবিনা (৩৩) কে গুলি করে গুরুতর আহত করে। এ ব্যাপারে শ্রীনগর থানায় পুলিশ নামকাওয়াস্তা মামলা নিয়েছে ঠিকই । কিন্তু আসামীরা শ্রীনগর এলাকায় পুলিশি আস্বস্ততায় দাপটের সঙ্গে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনার একদিন পরই নুরুল হক বাহিনী হানা দেয় বাঘরা বাজারের পরিচালনা কমিটির সভাপতি তাজুল মাদবরের বাড়িতে। তিনি বিএনপি’র প্রভাবশালী নেতা বলে শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান থানায় কোন মামলা পর্যন্ত নেননি।

এ প্রসঙ্গে শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান দাবী করেন-বাঘরা এখন সম্পুর্ন শান্ত। ইতিমধ্যে সেখানকার ত্রাস তাজেল গ্রুপের প্রধান তাজেল, সোহরাব, মিজানুর, বাবু ও আছানুরকে ২টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, বিগত ৩৫ বছরে জেলার শ্রীনগর উপজেলার বাঘরায় ইউপি চেয়ারম্যানসহ প্রায় ৫০টি খুনের ঘটনা ঘটে। প্রত্যেকটি খুন-ডাকাতি ও সংঘর্ষ-চাঁদাবাজির ঘটনায় পুলিশ-প্রশাসনের সখ্যতা থাকার কারনে সাধারণ মানুষ সত্য বিচার থেকে বঞ্চিত-হতাশ হয়ে পরেছে। তার সাথে জনসাধারণ প্রশ্নবিদ্ধ হয়ে পরেছে আইনের সঠিক শাসন-প্রতিষ্ঠায়।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply