মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামে দু’গ্র“পের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা ও ৩টার দিকে দু’দফা এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আমির হোসেন বেপারী (৪০), মো. সোহেল বেপারী (২৫), রিপন বেপারী (৩০), হাসিনা বেগম (৪০), হাজেরা বেগম (৪০), তাসলিমা বেগম (৪৫), শাহিন (২৮), মুক্তার (২৫), মাসুদা বেগম (৩৫), ডলি বেগমকে (৩৪) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আবু বক্কর হাওলাদার, খোরশেদ, জিয়া হাওলাদার, লিটনসহ বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিরোধকৃত সম্পত্তিতে ঘর তোলাকে কেন্দ্র করে কাঠাদিয়া গ্রামের বেপারী ও হাওলাদার গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় গ্রামবাসী জানিয়েছে।।গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুন্নু বেপারী ও আজিজ ফকির তাদের লোকজন নিয়ে বিরোধকৃত সম্পত্তিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ খোরশেদ আলম হাওলাদার ও জিয়াউর রহমানে হাওলাদেরের নেতৃত্বে বাধা দেয়া হয়। এতে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। গ্রামবাসী আরও জানান, পরে ৩ টার দিকে দু’পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করলেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
টঙ্গীবাড়ি থানার উপ পরিদর্শক (এস আই) মো. মোজাম্মেল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় কোন পক্ষই বিকেল পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করেননি।
বাংলা ২৪ বিডি নিউজ
================
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বাড়ীতে আওয়ামীলীগ নেতার হামলা ॥ সংঘর্ষে আহত ২০
মোজাফফর হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রামে বিবাদমান স্থানে ঘর উঠানোকে কেন্দ্র করে বিএনপি নেতার বাড়ীতে আওয়ামীলীগ নেতা হামলা চালালে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন জিয়াউর রহমান জিয়া (৩৩) খোরশেদ আলম (৩১), লিটন হাওলাদার( ৩৫), আবু বকর হাওলাদার (৬০), সাগর হাওলাদার (২২), তাহমিনা (২৪), মাসুদা (৩৫), রিপন(৩৭), হাসিনা (২২), সোহাগ (২৪) হাজেরা (২৮) সহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। জানাগেছে, গ্রামের আওয়ামীলীগ নেতা আজিজুল ফকিরদের সাথে প্রতিবেশী কে.শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খোরশেদ আলমদের বাড়ির জমি নিয়ে দির্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিল।
এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগ নেতা আজিজুল ফকির, আমির হোসেন বেপারী ও চুন্নু বেপারী নেতৃত্বে ২০-২৫ জন স্বশস্ত্র সন্ত্রাসী বিবাদমান স্থাণে ঘর তুলতে আসে। এতে খোরশেদ আলম গং বাধা প্রদান করলে দু-গ্র“পের সংঘষ বার্ধে এ ব্যাপারে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। খোরশেদ আলম জানান,চরঞ্চালের সন্ত্রাসী জমু মোল্লা বাহিনীকে ভাড়া করে এনে আমার জমিতে ঘর উঠানো চোষ্টা চালায় । বাধা দিলে আমার পরিবারের লোকজনকে কুপিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়।
Leave a Reply