গজারিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩

মুন্সীগঞ্জের গজারিয়ার কলসেরকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- নুরে আলম (৩০), রুমান (৩৫)ও সামছুন্নাহার (৭০)। তাদের মধ্যে নুরে আলম ও রুমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক বাংলানিউজকে জানান, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শনিবার সকালে মিজান গং প্রতিপক্ষ আনোয়ারুল হক গংয়ের উপর হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যা ৬টার দিকে হামিদা হক বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply