নিজ প্রেমিকার সাথে অবৈধ মেলামেশা করে জনতার হাতে ধরা পড়ে এখন শ্রীঘরে আছেন অজয় কুমার অধিকারী (২৯) ও তার বন্ধু দিগন্ত টিভির অন লাইন ভিডিও এডিটর গোলাম মোস্তাফা (৩০)। বৃহস্পতিবার রাতে প্রেমিকার বাড়ি থেকে হাতেনাতে ধরে শুক্রবার তাদেরকে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
লৌহজং থানার সেকেন্ড অফিসার আশরাফ জানান, অজয় কুমার অধিকারীর সাথে লৌহজংয়ের গাওদিয়া ইউনিয়নের বনসেমন্ত গ্রামের মুসলিম পরিবারের আততাল তালুকদারের মেয়ে নীপা আক্তারে (১৮) পরিচয় প্রায় ২ বছরের। পরিচয়ের সূত্র ধরে অজয় নীপার মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে অজয় মাঝে মধ্যেই নীপাদের বাড়িতে আসা যাওয়া করতো। নীপাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল অজয়। বিষয়টি পারিবারিকভাবে নীপার বাবা-মা জানতো।
বৃহস্পতিবার রাতে অজয় ও মোস্তাফা নীপাদের বাড়ি যায়। কিন্ত রাত একটু বেশী হলে অজয় তাদের বাড়িতে থাকার ইচ্ছা পোষন করলে নীপার বাবা-মা তাদেরকে একই ঘরে থাকতে দেয়। গভীর রাতে অজয় নীপাকে কাছে টেনে নিয়ে তার সাথে অবৈধ মেলামেশা করে। বিষয়টি দীর্ঘ দিন ধরে পাড়া প্রতিবেশীরা প্রত্যক্ষ করে আসছিল। কিন্ত রাতে নীপাদের বাড়িতে থাকায় লোকজন রাত জেগে তাদেরকে নজরদারি করতে থাকে। গভীর রাতে এ ঘটনার সময় এলাকাবাসী তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। রাতেই এলাকবাসী অজয় ও মোস্তাফাকে কয়েক দফা উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। সকালে লৌহজং থানার সেকেন্ড অফিসার এসআই আশরাফ হোসেন অজয় ও মোস্তাফাসহ নীপাকে থানায় নিয়ে আসে।
লৌহজং থানার ডিউটি অফিসার এসআই রফিক জানায়, অজয় ও মোস্তফা এখন লৌহজং থানার শ্রীঘরে আটক আছে। এ ব্যাপারে নীপা বাদী হয়ে লৌহজং থানায় একটি মামলা করেছে। আজ শনিবার তাদেরকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হবে। নীপাকেও পুলিম হেফাজতে রাখা হয়েছে শনিবার তার ডাক্তারি পরীক্ষার পর আদালতে নেয়া হবে।
মুন্সীগঞ্জ নিউজ
একটা লোক নিজের প্রেমিকার সাথে মেলামেশা করছে – আর কিছু লোক রাত জেগে ফাঁদ পেতে বসে আছে তাদের হাতে নাতে ধরবে – বাংলাদেশ অসুস্থ মানুষে ভরে গেছে ! এই লোকগুলোকে মানসিক চিকিৎসার জন্য পাবনা পাঠানো উচিত । এখানে প্রেম শাস্তিযোগ্য অপরাধ, আর ধর্ষণ জায়েজ ।